Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় বুকের গভীরে, ভালোবাসার অশ্রুপাতে….


১৬ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৪৬

আনন্দী হাসান

১৬ই ডিসেম্বর আমাদের হৃদয়ে মিশে থাকা দিন। বুকের গভীরে লালন করা লাল সবুজ পতাকার দিন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি- গাইবার দিন। শহীদ স্মৃতির উদ্দেশে মাথা নত করবার দিন, কৃতজ্ঞতায় অশ্রুপাতের দিন, ভালোবেসে বুকে জড়িয়ে ধরার দিন। বিজয়ের দিন।

১৬ই ডিসেম্বর ফিরে এলো ফের বছর ঘুরে। আবার জানান দিয়ে গেল আমাদের স্বাধীন অস্তিত্ব, আমাদের অর্জন আর সার্বভৌমত্বকে।

আমাদের ইতিহাস আর মাথা উঁচু করে দাঁড়াবার সেই বীরত্বগাঁথা – বিজয় দিবসের ভোর আবার নতুন করে শানিত করলো আমাদের চেতনাকে।

বিজয় আসুক বারবার। আমার হাত ধরে, আমাদের হাত ধরে।

আমার সন্তানের চোখেমুখে খেলা করুক বিজয় দিনের সূর্যরশ্মি। প্রজন্মের পর প্রজন্ম বিজয়কে ধারণ করুক বুকের লালিত্যে।

বিজয় আসুক। বিজয় হাসুক। বিজয় আমাদের পরিপূর্ণ করুক সহস্র বছর।

মডেল: ফারহানা ইন্দ্রা ও নৈঋতা

শাড়ি: তাঁতি আর তাঁত

ছবি : নূর

সারাবাংলা/এএইচ / আরএফ

১৬ই ডিসেম্বর ৪৭ তম বিজয় দিবস গর্বের ইতিহাস বাংলাদেশ বিজয়ের আনন্দ মহান বিজয় দিবস মহান মুক্তিযুদ্ধ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর