যত্নে থাকুক মায়ের রেসিপিগুলো
৯ মে ২০২১ ১০:০০ | আপডেট: ৯ মে ২০২১ ১১:৪৪
মা, মায়ের মমতা আর মায়ের হাতের রান্না, যেন মধুর শব্দটিকেও হার মানায়। পরম মমতায় মায়ের হাতের তৈরি করা খাবারের তুলনা চলে অমৃতের সাথে। এ পৃথিবীর অমূল্য যা কিছু তার হয়ত একটি, মায়ের হাতে তৈরি খাবার। একজন মানুষ যতই পরিপূর্ণ হোক না কেন, বার বার ফিরে যেতে চায় সেই শৈশবে, যেখানে মায়ের রান্নার সুভাসে মৌ মৌ করে চারদিক।
সবার জীবনেই এমন কিছু সময় আসে যখন শৈশবের, মায়ের কাছে থাকার সেই দিনগুলোকে প্রচণ্ডরকমভাবে মিস করে। তাই জীবনে গুরুত্বপূর্ণ অনেক কিছুর মধ্যে পুরনো বা প্রথম জীবনের কিছু স্মৃতি সংরক্ষণ করাও জরুরি। এই তালিকায় প্রথমেই যেটি আসে তা হলো মায়ের হাতের রান্না। তাহলে কীভাবে মায়ের রেসিপিগুলো সংরক্ষণ করবেন ভেবেছেন কি? চলুন দেখে দেওয়া যাক এমন কিছু উপায়।
একটি ডায়েরির পাতায় পাতায় লেখা থাকতে পারে মায়ের রেসিপি। মায়ের নিজের হাতের সেটি লেখা হলে তো সোনাই সোহাগা। অনেক দিন পরও সেই ডায়েরিতে পাওয়া যাবে মায়ের স্পর্শ আর ভালোবাসা।
কাস্টমাইজড বক্সে রাখা যেতে পারে মায়ের অমূল্য রেসিপিগুলো।
অফিস ফাইলের জিপ পলিতেও রেসিপিগুলো সযত্নে রাখা যায়।
মায়ের সেরা রেসিপিটি এভাবে বাধাই করেও রাখতে পারেন।
রেসিপিগুলো আলাদা আলাদা করে পলিতে ভরেও সংরক্ষণ করতে পারেন।
সারাবাংলা/এসএসএস