প্রাণোচ্ছ্বল রঙ আর মোটিফ নিয়ে লা রিভের গ্রীষ্ম পোশাকের সম্ভার
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:১০ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:৫৬
গ্রীষ্মের প্রাণবন্ত রঙ, ফুল-ফল এবং আন্তর্জাতিক রানওয়ের স্প্রিং/সামার স্টাইল থেকে বাছাই করা প্রিন্টগুলোর সমন্বয়ে ‘সামার ২০২১: টুটি-ফ্রুটি কালেকশন’ শিরোনামে দারুণ একটি সামার কালেকশন নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ।
তরুণ-তরুণী ও শিশুদের জন্য আরামদায়ক কাপড়ে উজ্জ্বল ফল ও ফুলের রঙে সাজানো হয়েছে এবারের সামার কালেকশন।
নারীদের জন্য রয়েছে স্টাইলিস ম্যাক্সি ড্রেস যা এবারই প্রথম। পাশাপাশি মসলিন, হাফসিল্ক ও কটন শাড়ির সঙ্গে থাকছে টিউনিক, সিঙ্গেল কামিজ, সালোয়ার কামিজ সেট, উভেন ও নিট টপস।
ছেলেদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ক্যাজুয়াল পাঞ্জাবি ও কাবলি সেট। এছাড়াও সেমিফিটেড, ফিটেড ও প্রিমিয়াম পাঞ্জাবি, লং ও শর্ট স্লিভের ক্যাজুয়াল, কমফোর্ট ও ফর্মাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট পাওয়া যাবে।
কিড সেকশনে থাকছে দারুণ চমক। এবারই প্রথম মেয়ে শিশুদের জন্য রেডিমেড শাড়ি ও ছেলে শিশুদের জন্য ক্যজুয়াল পাঞ্জাবি এনেছে লা রিভ। আরামদায়ক ফ্রক, ঘাগরা-চোলি সেট, টিউনিক, টপস, কামিজ, সালোয়ার-কামিজ, উভেনসেট, টি-শার্ট, পোলো, ক্যাজুয়াল ও পার্টি শার্টের পাশাপাশি নবজাতকদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। বাবা-মায়ের সাথে মিলিয়ে পরার জন্য মিনি-মি সেগমেন্টে যোগ হয়েছে নজরকাড়া কিছু স্টাইল। ভাই-বোনের মেলানো পোশাকও থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে। সবার জন্যই থাকছে মানানসই প্যান্টস ও পাজামা।
লা রিভ লাইফস্টাইল সেগমেন্টে থাকছে গয়না, ম্যাচিং মাস্ক ও স্যান্ডেল এবং পুরুষের প্রয়োজনীয় ফ্যশন অনুষঙ্গ।
নতুন এই সংগ্রহ সম্পর্কে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘এই গ্রীষ্মের ট্রেন্ড হিসেবে রঙিন ফল এবং সেই ফল-ফুলগুলোর প্রিন্ট (টুটি-ফ্রুটি) দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। একইসঙ্গে প্রাধান্য পেয়েছে ক্যান্ডি-প্যালেটের উজ্জল রঙগুলো। এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের টুটি-ফ্রুটি কালেকশন। টুটি-ফ্রুটির পাশাপাশি প্রিন্টে ফটোগ্রাফিক ভিজুয়াল, ডিটসিফ্লোরাল, ইস্টার্ন-প্রেসড-এ থরিয়েলফ্লোরাল, সামারট্রপিক, মরোক্কোন, রেট্রো ও নস্টালজিক হলিডে থিম নিয়ে কাজ করেছি আমরা। কালার প্যালেটে থাকছে গ্রীষ্মের সকল উজ্জ্বল ও কোমল রঙ যেমন- কালো, সবুজ, নীল, খয়েরি, হলুদ, ছাই, রাস্টিরেড, টারকিসব্লু, পিচ, ক্রিম, সি-উইড ও বেইজের ব্যবহার। উল্লেখযোগ্য কাপড় হিসেবে সুতি, ভিসকস, ভয়েল, লিনেন, রেয়ন, ফেইলি, তাঁত, হাফসিল্ক, মসলিন, জর্জেট, টুইল ও ড্রাইফিট বাছাই করা হয়েছে। এই কাপড়গুলোতে স্লাব, রামি, ইনজেক্ট ইয়ার্নডাই, টাইডাই ও ন্যাপসের দৃষ্টিনন্দন টেক্সচার এবারের বিশেষ বৈশিষ্ট্য। আমরা খেয়াল রেখেছি, গতানুগতিক স্টাইল নয় বরং গ্রীষ্মের প্রকৃতিতে ফুটে ওঠা উচ্ছল রঙ ও প্রাণোচ্ছল তাই যেন এই কালেকশনের প্রতিটি প্রিন্ট ও প্যাটার্নে ফুটে ওঠে।’
ঢাকা, নারায়নগঞ্জ, খুলনা, সিলেট দর্শন দেউরি ও নয়া সড়কে অবস্থিত আউটলেটসহ সারাদেশে মোট ১৬টি আউটলেট থেকে কেনা যাবে এবারের কালেকশন। এছাড়া দেশের যেকোন প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধায় কেনা যাবে ওয়েবসাইট- www.lerevecraze.com থেকে। ফেসবুক পেজ থেকেও কেনা যাবে পন্য- www.facebook.com/lerevecraze।
সারাবাংলা/এসবিডিই/আরএফ/