Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্বকের শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১ ১৩:০৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৯

শীতে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা যায় তা হল ত্বকের শুষ্কতা। তৈলাক্ত ত্বকও এসময় মলিন হয়ে যায়, অনেকের ত্বক ফেটে যায়। তাই এসময় ত্বকের প্রয়োজন একটু বাড়তি যত্ন। অনেকেই ঘর ও অফিস বা পড়াশোনা সামলে ত্বকের যত্ন নেওয়ার সময় পান না। তাই বাড়িতেই কিছু ঘরোয়া উপায়ে আপনি ত্বকের শুষ্কতা দূর করতে পারেন।

জলপাই তেল

অলিভ অয়েল বা জলপাই তেলে রয়েছে ভিটামিন এ, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বককে সতেজ রাখে এবং ময়েশ্চারাইজ করে।

১. গোসলের আগে সারা শরীরে জলপাই তেল মেখে নিন। কয়েক মিনিট পর গোসল করে নিন।

২. জলপাই তেলের সঙ্গে চিনি বা লবণ এবং লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। গোসলের আগে মুখে ও সারা শরীরে স্ক্রাব করলে মৃত কোষ দূর হয়।

নারকেল তেল

ফেটে যাওয়া ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। প্রতিদিন গোসলের আগে নারকেল তেল দিয়ে মাসাজ করুন। তেল ম্যাসাজ করলে ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর প্রয়োজন হয় না।

অ্যালোভেরা জেল

লাবণ্যময় ত্বক পেতে মধুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মালিশ করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

দুধ ও বেসনের পেস্ট
দুধের ভিটামিন ও মিনারেল ত্বককে সতেজ করে তোলে। আর ত্বকের শুষ্কতা দূর করতে ও বয়সের ছাপ কমাতেও বেসনের জুড়ি নেই। দুধ ও বেসনের পেস্টটি সপ্তাহে দু’বার ব্যবহার করে ত্বককে প্রাণবন্ত করে তুলুন।

বেসন ও দুধ মিশিয়ে পেস্ট করে নিন। শরীরে মেখে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। সাবানের প্রয়োজন নেই। এটি সপ্তাহে দুদিন ব্যবহার করুন।

ত্বক সুস্থ রাখতে প্রচুর শাকসবজি খেতে হবে। সেইসঙ্গে পর্যাপ্ত পানি পান করতে হবে।

সারাবাংলা/এসএসএস

ত্বকের যত্ন রুপচর্চা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর