বৃক্ষমেলায় অন্দরসজ্জার গাছ
৩০ জুন ২০১৯ ১০:৩৮ | আপডেট: ৩০ জুন ২০১৯ ১৩:২৭
ঘরের মধ্যে একটুখানি সবুজের ছোঁয়াও ঘরের সৌন্দর্য দ্বিগুণ করে দেয়। সেই সাথে ঘরেই যেনো পাওয়া যায় এক টুকরো প্রকৃতির স্বাদ। ঘরের সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে ঘরেরে পরিবেশ ঠান্ডা রাখতে ঘর সাজানোর গাছ গুলোর ভূমিকা অনেক। এবারের বৃক্ষমেলায় প্রদর্শিত হচ্ছে অন্দরে রাখা যায় এমন চমৎকার কিছু গাছ।
এবারের মেলায় ফলজ,বনজ ও ঔষধি গাছের পাশাপাশি প্রাধান্য পেয়েছে ঘর সাজানোর গাছ।
ছোট বড় নকশা করা টবে সাজানো দেশি বিদেশী বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে আছে মানিপ্লান্ট, স্পাইডার, গোল্ডার্স, মনেস্ট্রিয়া, ঘোরাচক্কর, ক্যাকটাস, বাম্বু পাম, এগ্লোলিমা, ব্রোমোলিয়া, এন্থরিয়াম, লিপিস্টিক, পাতাবাহার, সেন্সিভেরিয়া সহ নানা ধরনের গাছ।
এছাড়া ঘর সাজানো গাছের মধ্যে এবারের মেলায় বেশি গুরুত্ব পেয়েছে বিভিন্ন সাইজের বেশি বিদেশী বনসাই। চায়নিজ বট, ফাইকাস, পানবটসহ বিভিন্ন ধরণের বনসাইয়ের সর্বোচ্চ উচ্চতা ৬ ফুট। এগুলোর দাম ৮০০ টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন বয়সী এসব বনসাই ঘরের এক কোনে খুব সহজেই মানিয়ে যাবে।
ঘর সাজানোর গাছ বিক্রির সাথে সাথে বিক্রয়কর্মিরা বুঝিয়ে দিচ্ছেন প্রতিটা গাছের পরিচর্যার নিয়ম। কোন গাছে পানি দিতে হবে দুদিন পর পর বা কোন গাছে সপ্তাহে একদিন, বুঝিয়ে দিচ্ছেন সার দেওয়ার নিয়ম।
‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে চলতে থাকা মাসব্যাপী এই বৃক্ষমেলায় মোট ১০৪টি স্টল রয়েছে। রাজধানীর শের-ই- বাংলা নগরের বাণিজ্য মেলা মাঠে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।
https://www.youtube.com/watch?v=x2LR_PPfY_0&feature=youtu.be&fbclid=IwAR1_Ltqa0nFxYUaiuiH_52dogVWq_eMvvu8tmFlg4YexZxiM0T_d2KHKF44
সারাবাংলা/এএএমএ/আরএফ/