Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাত্র তিন দিনে দূর করুন ত্বকের দাগ !


১৯ জানুয়ারি ২০১৮ ১৩:২৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ১৬:১৩

লাইফস্টাইল ডেস্ক।।

ব্রন, এলার্জিসহ নানা কারণে ত্বকে দাগ বা স্পট হলে দুশ্চিন্তায় পড়ি আমরা। সহজে এই দাগ যেতেও চায় না। ত্বকের এইসব দাগ দূর করার জন্য একটি জাদুকরী মিশ্রন তৈরি করা যায়। এই মিশ্রণটি নিয়মিত তিন দিন ব্যবহার করলেই দাগ দূর হবে, আশা করা যায়।

উপকরণ

আলু ১ টি
বেদানা ১/২ বাটি
লেবু ১/২ টি
আইস ট্রে

পদ্ধতি

একটি আলু খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এরপর গ্রেট করা আলু, বেদানা আর ১ টেবিলচামচ পানি যোগ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তাতে লেবুর রস যোগ করতে হবে।
ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি একটি আইস কিউবের ট্রেতে ঢালতে হবে। পাঁচ থেকে ছয় ঘন্টা বা যতক্ষন না জমে ততক্ষণ ফ্রিজে রাখুন।
জমে বরফ হয়ে যাওয়া মিশ্রণ নিয়ে দাগযুক্ত জায়গায় ঘষতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সবচাইতে ভালো ফল পেতে দিনে দুটো করে বরফের টুকরোও ব্যবহার করা যাবে।

 

মডেল- আঁখি ভদ্র

 

সারাবাংলা/আরএফ/এসএস

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর