Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরের ‘প্রপোজ’?

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৯:০৪

নতুন বছর মানেই নতুন শুরুর প্রতিশ্রুতি। পুরোনো ক্যালেন্ডারের শেষ পাতার সঙ্গে সঙ্গে ঝরে পড়ে কিছু না-পাওয়ার আক্ষেপ, ভাঙা সম্পর্কের দীর্ঘশ্বাস আর বলা না-হওয়া কথাগুলো। ঠিক এমনই এক মুহূর্তে, ঘড়ির কাঁটা যখন বারোটায় ছুঁইছুঁই, তখন অনেকের বুকের ভেতর প্রশ্ন জাগে— এই নতুন বছরে কি আমি তাকে বলে দেব?

ভালোবাসার মানুষকে প্রপোজ করার জন্য নতুন বছর আজকাল হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয় সময়। কারণটা শুধু রোমান্টিকতা নয়, এর পেছনে আছে মনোবিজ্ঞান, সামাজিক ট্রেন্ড আর খানিকটা সাহসও।

কেন নতুন বছরে প্রপোজ করার প্রবণতা বাড়ছে?

লাইফস্টাইল বিশেষজ্ঞদের মতে, নতুন বছর মানুষের মনে এক ধরনের ফ্রেশ স্টার্ট ইফেক্ট তৈরি করে। গবেষণায় দেখা গেছে, মানুষ বছরের শুরুতে বড় সিদ্ধান্ত নিতে তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী থাকে—চাকরি বদল, জিমে ভর্তি হওয়া, কিংবা মনের মানুষকে নিজের অনুভূতি জানানো।

বিজ্ঞাপন

একটি আন্তর্জাতিক ডেটিং অ্যাপের জরিপ অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে ‘Will you be my…’ কিংবা ‘I like you’ টাইপ মেসেজের সংখ্যা অন্য সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাঠানো হয়। নতুন বছর যেন মনের কথা বলার জন্য এক ধরনের মানসিক লাইসেন্স দেয়।

প্রপোজ মানেই হাঁটু গেড়ে রিং—এই ধারণা বদলাচ্ছে

একসময় প্রপোজ মানেই ছিল রেস্টুরেন্ট, মোমবাতি আর আংটি। কিন্তু সময় বদলেছে। এখনকার প্রজন্ম প্রপোজকে দেখছে নিজের মতো করে।

কেউ করছে কফির কাপে লেখা ছোট্ট নোটে, কেউ আবার নতুন বছরের প্রথম সেলফির ক্যাপশনে, ‘২০২৬ শুরু হোক তোমাকে নিয়ে?’ এমনকি কেউ কেউ প্রপোজ করছে হোয়াটসঅ্যাপ স্টিকারে, যেখানে লেখা— ‘নতুন বছর, নতুন অধ্যায়—আমি আর তুমি?’

মজার কিছু প্রপোজ ট্রেন্ড

ক্যালেন্ডার প্রপোজ: নতুন বছরের ডায়েরির প্রথম পাতায় লেখা—’ এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট তুমি।’

রেজোলিউশন স্টাইল: ‘২০২৬ সালের রেজোলিউশন— তোমার হাত ছাড়ব না।’

মিম প্রপোজ: ট্রেন্ডিং মিমে নিজের মতো করে লেখা প্রেমের কথা।

ফুডি প্রপোজ: পিজ্জা বক্স খুলতেই লেখা—’Extra Cheese না, Extra Love?’

সাবধান! প্রপোজের আগে মাথায় রাখুন কয়েকটি বিষয়

লাইফস্টাইল কোচরা বলছেন, প্রপোজ যতই মজার হোক না কেন, সময় ও পরিস্থিতি বোঝা খুব জরুরি।

সম্পর্কের ভেতরে কি আগে থেকেই স্বচ্ছন্দতা আছে?

সে কি এমন সারপ্রাইজ পছন্দ করে, নাকি শান্ত আলাপ?

নতুন বছরের আবেগে সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি অনুভূতিটা অনেক দিনের?

কারণ ভুল সময়ের প্রপোজ, সুন্দর মুহূর্তকেও অস্বস্তিকর করে তুলতে পারে।

যদি উত্তর ‘না’ হয়?:

নতুন বছরে প্রপোজ মানেই যে উত্তর ‘হ্যাঁ’ হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, স্পষ্ট করে নিজের অনুভূতি প্রকাশ করা মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক। উত্তর যাই হোক, অন্তত ‘কী হতো যদি?’—এই প্রশ্নটা আর থেকে যায় না।

নতুন বছরে ভালোবাসার সাহস

নতুন বছর আমাদের শেখায়—সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষা না করে শুরু করতে। ভালোবাসাও ঠিক তেমনই। হয়তো প্রপোজটা খুব সাধারণ হবে, হয়তো একটু অদ্ভুত, আবার হয়তো মজার।
কিন্তু বছরের প্রথম দিন যদি বুক ভরে বলা যায়, ‘আমি তোমাকে পছন্দ করি’— তাহলে নতুন বছরটা একটু হলেও আলাদা হয়ে ওঠে। কারণ ক্যালেন্ডার বদলায় বছরে একবার, কিন্তু বলা না-হওয়া ভালোবাসা সারাটা জীবনই থেকে যেতে পারে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর