Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়োলো পার্সন: যারা জীবনকে রঙিন করে বাঁচে

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৮

আজকাল আমরা প্রায়ই একটা শব্দ শুনি— YOLO। পুরোটা হলো You Only Live Once। অর্থাৎ ‘জীবন একবারই পাওয়া যায়’— তাই দুঃশ্চিন্তা কম, এক্সপেরিয়েন্স বেশি! যারা এই ভাবনা নিয়ে চলে, তাদেরকেই বলা হয় ইয়োলো পার্সন।

কিন্তু তাদের চেনা যায় কীভাবে? আর কারা আসলে এই ইয়োলো মানুষরা? চলুন একটু মজার, হালকা-ফুলকা ভঙ্গিতে জেনে নেই।

ইয়োলো পার্সন মানেই কী?

এরা সেই মানুষ, যারা অতিরিক্ত ভাবনা আর এত হিসাব করে জীবন কাটাতে বিশ্বাসী নয়। বরং সুযোগ এলেই বলে— ‘চল, না হয় করে ফেলি!’

এরা নতুন অভিজ্ঞতা নিতে ভালোবাসে, ট্রেন্ড ট্রাই করতে সাহসী, আর মন চাইলে প্ল্যান বদলাতে এক সেকেন্ডও দেরি করে না।

কেমন হন এই ইয়োলো মানুষরা?

বিজ্ঞাপন

১) তারা ‘এখন’-কে বেশি ভালবাসে…

ভবিষ্যৎ নিয়ে অত হিসাব নয়, বরং আজকে সুন্দর করে কাটাতে চায়। হঠাৎ বৃষ্টিতে ভিজে ফেলা, অপ্রস্তুত রাতে ঘুরতে বের হওয়া—এদেরই কাজ।

২) ভয়ের সঙ্গে যুদ্ধ করে…

ইয়োলো পার্সনদের একটা শক্তি আছে— তারা ভয়কে ভয় পায় না! স্কাইডাইভিং হোক বা নতুন চাকরিতে ঝাঁপ দেওয়া— এরা প্রথম লাইনেই থাকে।

৩) ছোট ছোট জিনিসে আনন্দ পায়…

এক কাপ চা, একটা বিকেলের সাইকেল রাইড, বা হঠাৎ কারও মেসেজ— এগুলোকে বড় আনন্দ ভাবে।

৪) ‘রিস্ক’ নিতে পিছপা নয়…

জীবনকে এক্সপেরিমেন্টের মতো দেখে। যা করতে মন চায়, করছে—ফল পরে দেখা যাবে!

৫) নেতিবাচক ভাবনার সঙ্গে দূরত্ব…

এরা জানে— পৃথিবী যেমনই হোক, নিজের ভibes যদি ভালো থাকে, জীবনও আলোকিত হয়।

ইয়োলো মানেই বেপরোয়া?

না! অনেকে ভুল করে মনে করেন, YOLO মানে বেপরোয়া জীবন। আসলে তা নয়। এটা এক ধরনের মনোভাব— জীবনকে ভয় না পেয়ে, নিজের সীমার মধ্যে থেকেও আনন্দ খুঁজে নেওয়া।

আমরা সবাই একটু-আধটু ইয়োলো

ভাবুন তো— হঠাৎ বন্ধুর বিয়েতে নাচে অংশ নেওয়া, পুরোনো ভয় কাটিয়ে সাইকেল শেখা, ফেসবুক বন্ধ করে একটা বই পড়ে ফেলা, ব্যস্ততার মাঝে ছোট্ট একটি দিনে একা কোথাও ঘুরতে যাওয়া— এসব সবই ইয়োলো মোমেন্ট!

কেন আজকের তরুণদের মাঝে ‘ইয়োলো’ জনপ্রিয়?

১) চাপের যুগে মুক্তির শব্দ— পড়াশোনা, কাজ, সোশ্যাল মিডিয়া— সব মিলিয়ে স্ট্রেস বেশি। YOLO যেন একটু ফ্রেশ হাওয়া।

২) অভিজ্ঞতার প্রতি ঝোঁক— জেনারেশন এখন নতুন কিছু শিখতে, দেখতে, করতে ভালোবাসে।

৩) সেলফ-কেয়ার ও মেন্টাল হেলথ নিয়ে সচেতনতা— নিজেকে ভালো রাখার ব্যপারটাই এখন গুরুত্ব পায়।

কিছু ইয়োলো টিপস (বেপরোয়া নয়, সচেতন YOLO!)

নতুন কিছুর প্রতি কৌতূহলী হন,
ছোট ছোট আনন্দ সংগ্রহ করুন,
অনুতাপ জমাবেন না,
নিজের মেন্টাল স্পেসকে প্রাধান্য দিন,
মানুষকে সময় দিন— কারণ সম্পর্কই জীবনের আসল সম্পদ।

শেষ কথা

ইয়োলো পার্সন মানে এমন কেউ, যে জীবনকে ভয় না পেয়ে, আনন্দ আর অভিজ্ঞতার দিকে হাঁটে। এরা আমাদের দৈনন্দিন জীবনে রঙ যোগ করে, হাসি বাড়ায়, আর মনে করিয়ে দেয়— জীবন সত্যিই সুন্দর, যদি আমরা তাকে অনুভব করতে জানি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
১১ ডিসেম্বর ২০২৫ ২২:৩৪

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর