Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম্পত্য রাগ! সামলাবেন কীভাবে?

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৪

দাম্পত্য মানে শুধু ভালোবাসার তূর্যধ্বনি নয়— মাঝে মাঝে তুমুল ঝড়ও ওঠে। তুচ্ছ ভুল বোঝাবুঝি কখনো মুহূর্তেই আগুন ধরিয়ে দিতে পারে পুরো সন্ধ্যায়। কিন্তু ঠিক সেই সময়টাতেই প্রয়োজন শান্ত থাকার শিল্প। কারণ ঝগড়া হয়, সম্পর্ক ভাঙতে নয়— বোঝাপড়া বাড়াতে। তাই ঝড়ের ভেতরও কেমন করে নিজেকে নরম হাওয়ার মতো স্থির ও শান্ত রাখা যায়, সেটাই আজকের কথা।

গভীর শ্বাস: সেকেন্ডেই মানসিক ব্রেক চাপুন

ঝগড়ার মুহূর্তে হৃদস্পন্দন বেড়ে যায়, রাগ মাথা গরম করে তোলে। এর বিরুদ্ধে সবচেয়ে সহজ অস্ত্র— গভীর শ্বাস।

তিন সেকেন্ড শ্বাস নিন, দুই সেকেন্ড ধরে রাখুন, চার সেকেন্ডে ছাড়ুন। মাত্র ৩০ সেকেন্ডেই শরীর বুঝে যাবে— এখন রাগ নয়, ভাবার সময়।

বিজ্ঞাপন

তর্ক থেকে বিরতি: ‘টাইম-আউট’ নেওয়াও পরিণতির চিহ্ন

ঝগড়া থামালেই যে আপনি হেরে গেলেন—এটা ভুল ধারণা। কখনো উত্তপ্ত পরিস্থিতি থেকে কয়েক মিনিট দূরে থাকা আরো বড় সংঘাত ঠেকায়। বলতে পারেন— ‘আমরা দু’জনই একটু নার্ভাস। পাঁচ মিনিট শান্ত হয়ে আবার কথা বলি।’ এটা পরিণত সম্পর্কের সবচেয়ে কার্যকর কৌশল।

দোষারোপ নয়, নিজের অনুভূতি বলা— ‘আমি’ ভাষার জাদু

‘তুমি সবসময় এমন করো’ বলা মাত্রই আগুনে ঘি। বরং বলুন— ‘এটা হলে আমি কষ্ট পাই।’ ‘I-feeling’ ব্যবহারে ভুল বোঝাবুঝি কমে, টোন নরম হয়, সমাধান সহজ হয়।

পুরোনো হিসাব খোলা নয়— আজকের কথাই আজ থাকুক

দাম্পত্যের বড় ভুল— এক ঝগড়ায় দশটা পুরোনো প্রসঙ্গ আনা। এতে ক্ষত বেশি হয়, সমাধান কম। ঝগড়া যদি হয়, বর্তমান সমস্যাটাই আলোচনায় আনুন। নাহলে কথার স্রোত পথ হারায়।

নরম শরীরী ভাষা: মুঠো বাঁধা নয়, খোলা ভঙ্গি রাখুন

গলার স্বর নরম করা, হাত-পা আলগা রাখা, চোখে চোখ রেখে কথা বলা— এসব ছোট আচরণ অসাধারণ শান্তি আনে। কঠিন কথাও নরম আচরণে যেমন সহজে গলে যায়, তেমনই দাম্পত্যের উত্তেজনাও কমে।

নিজের সীমা বোঝা— ভালোবাসা মানে সব সহ্য করা নয়

শান্ত থাকা মানে সবসময় চুপ থাকা নয়। অত্যধিক রাগ, আঘাত বা অসম্মান যদি বারবার ঘটে, নিজের সীমা স্পষ্ট জানান। স্বাস্থ্যকর সম্পর্কেই শান্তি থাকে; উপেক্ষায় নয়।

শেষে একটু হাসি— ঝগড়ার শেষটা কোমল হোক

ঝগড়া শেষ হলে, দু’জনই যদি পারেন একটুখানি হাসুন। সেটাই সম্পর্কের আসল শক্তি। হয়তো বললেন— ‘আমরা ঝগড়াটাও কত কিউট করি, তাই না?’ হালকা রসিকতা দাম্পত্যে অক্সিজেনের মতো কাজ করে।

শেষকথা

স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে শান্ত থাকা মানে আত্মসম্মান হারানো নয়, বরং সম্পর্ককে সুরক্ষিত রাখা। রাগ সামলানো একটি দক্ষতা— যা চর্চা করলেই বাড়ে। ঝগড়া তো হবেই, তবে প্রতিবারই আপনাকে অস্থির হতে হবে—এমন নয়। শান্ত থাকা সম্পর্ককে শুধু বাঁচায় না— আরো সুন্দর করে তোলে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর