Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্বক ও চুলের যত্নে টক দই

লাইফস্টাইল ডেস্ক
৯ নভেম্বর ২০২৫ ১৫:০৮

চামড়া মসৃণ, উজ্জ্বল আর চুল ঘন ও প্রাণবন্ত—এই দুই আকাঙ্ক্ষা প্রায় সবারই। দামি কসমেটিকস কিংবা পার্লারের ট্রিটমেন্টের পাশাপাশি প্রাকৃতিক উপাদান দিয়েও ত্বক ও চুলের যত্ন নেওয়া যায় সহজে। আর এমনই এক জাদুকরী উপাদান হলো টক দই।

প্রাচীনকাল থেকেই দক্ষিণ এশিয়ায় টক দই শুধু খাবার নয়, সৌন্দর্যচর্চারও অংশ। এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন বি গ্রুপ, যা ত্বক ও চুলের জন্য অসাধারণভাবে কার্যকর।

ত্বকের যত্নে টক দইয়ের জাদু

উজ্জ্বলতা ফিরিয়ে আনে _

টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। নিয়মিত ব্যবহার করলে ম্লান ত্বকেও ফিরে আসে প্রাকৃতিক দীপ্তি।

বিজ্ঞাপন

ব্যবহার _

এক চামচ টক দইয়ের সঙ্গে অল্প মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ব্রণ ও দাগ কমায় _

টক দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ত্বকের প্রদাহ কমায় ও ব্যাকটেরিয়াল সংক্রমণ রোধ করে। ফলে ব্রণ ও ব্রণের দাগ ধীরে ধীরে হালকা হয়ে যায়।

ব্যবহার _

টক দই ও বেসন একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।

রোদে পোড়া ত্বকে আরাম দেয়

গরমে রোদে পোড়া ত্বকে টক দইয়ের ঠান্ডা ভাব তাৎক্ষণিক আরাম দেয় ও জ্বালাভাব কমায়।

ব্যবহার _

টক দই ও শসার রস মিশিয়ে পোড়া স্থানে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

চুলের যত্নে টক দইয়ের ভূমিকা

চুল পড়া রোধ করে _

টক দইয়ে থাকা প্রোটিন ও জিংক চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সহায়তা করে।

ব্যবহার _

টক দই, ডিমের কুসুম ও মেথি বাটা মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

খুশকি দূর করে _

টক দইয়ের অ্যান্টিফাঙ্গাল গুণ মাথার ত্বক পরিষ্কার করে ও খুশকি কমায়।

ব্যবহার _

শুধু টক দই চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার করলে পার্থক্য টের পাবেন।

চুলে প্রাকৃতিক কন্ডিশনার _

টক দই চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে—চুলকে করে নরম, মসৃণ ও সহজে আঁচড়ানোর মতো।

ব্যবহার _

টক দইয়ের সঙ্গে কলা বা অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করুন। চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

কিছু টিপস

সবসময় ফ্রেশ টক দই ব্যবহার করুন।
প্রয়োগের পর সরাসরি রোদে যাবেন না।
সংবেদনশীল ত্বকের জন্য আগে ছোট একটি অংশে পরীক্ষা করে নিন।

শেষকথা

প্রাকৃতিক যত্নের মধ্যে টক দই এমন একটি উপাদান, যা একসঙ্গে ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করে। নিয়মিত ব্যবহার করলে আপনি পাবেন উজ্জ্বল ত্বক ও প্রাণবন্ত চুল—একদম ঘরোয়া উপায়ে।

সৌন্দর্যের রহস্য কখনও বোতলে নয়, অনেক সময় এক বাটিতেই লুকিয়ে থাকে—এক বাটি টক দইয়ে!

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর