Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চশমা বাছাইয়ে মুখের আকারের ভূমিকা

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৪:০৫

চশমা অনেকের জন্য শুধু চোখ রক্ষার উপায় নয়, বরং এটি হয়ে উঠতে পারে ফ্যাশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। যারা নিয়মিত চশমা পরেন, তাদের জন্য সঠিক ফ্রেম বেছে নেওয়া মানেই আত্মবিশ্বাসী হয়ে ওঠা। কারণ সঠিক চশমা মুখের বৈশিষ্ট্যকে আরও উজ্জ্বল করে তোলে, আবার ভুল ফ্রেম পুরো লুককেই নষ্ট করে দিতে পারে। তাই চশমা কেনার সময় নিজের মুখের আকার জানা এবং সেই অনুযায়ী ফ্রেম বেছে নেওয়া খুবই জরুরি।

গোল মুখে কেমন চশমা

গোল মুখে সাধারণত লম্বায় ও প্রস্থে প্রায় সমান হয়। এই ধরনের মুখে কোণাযুক্ত বা আয়তাকার ফ্রেম বেশি মানায়। এতে মুখের নরম বাঁকগুলোতে ভারসাম্য আসে। খুব বেশি গোল বা ওভাল ফ্রেম এড়িয়ে চলাই ভালো। কালো বা গাঢ় রঙের ফ্রেমও মুখকে একটু শার্প করে তোলে।

বিজ্ঞাপন

ওভাল মুখে কেমন চশমা

ওভাল মুখকে বলা হয় সবচেয়ে “চশমা-বান্ধব”। কারণ প্রায় সব ধরনের ফ্রেমই এ মুখে মানিয়ে যায়। তবে খুব বড় ফ্রেম এড়িয়ে চলাই ভালো। মাঝারি আকারের বর্গাকার বা হালকা ক্যাট-আই ফ্রেম ওভাল মুখের ভারসাম্য বজায় রাখে। চাইলে রঙিন বা প্রিন্টেড ফ্রেমেও পরীক্ষা করা যায়।

বর্গাকার মুখে কেমন চশমা

বর্গাকার মুখে চোয়াল ও কপাল সমান প্রশস্ত হয়। এই ধরনের মুখকে একটু নরম দেখানোর জন্য গোল বা ওভাল ফ্রেম মানানসই। বিশেষ করে পাতলা ধাতব ফ্রেম মুখের কড়া বৈশিষ্ট্যকে কোমল করে তোলে। খুব চওড়া বা চৌকো ফ্রেম এড়িয়ে চলাই ভালো।

হৃদয় আকৃতির মুখে কেমন চশমা

হৃদয় আকৃতির মুখে কপাল চওড়া হয় আর চিবুক সরু। তাই নিচের দিক ভারসাম্য আনার জন্য ক্যাট-আই বা গোল ফ্রেম বেশ ভালো মানায়। হালকা রঙ বা স্বচ্ছ ফ্রেমও সুন্দর দেখায়। তবে উপরের দিকে খুব ভারী ডিজাইনের ফ্রেম এড়ানো উচিত।

লম্বাটে মুখে কেমন চশমা

লম্বাটে মুখে চওড়ার তুলনায় লম্বা বেশি থাকে। তাই মুখের দৈর্ঘ্য কমিয়ে আনতে বড় বা চওড়া ফ্রেম ভালো মানায়। আয়তাকার বা ওয়েফেয়ারার স্টাইলও সুন্দর দেখায়। উজ্জ্বল রঙের ফ্রেম মুখে ভারসাম্য আনে।

কয়েকটি সাধারণ টিপস

ফ্রেম বাছাইয়ের সময় কেবল মুখের আকার নয়, ত্বকের রঙ ও চুলের স্টাইলও বিবেচনা করা জরুরি।

হালকা ত্বকে গাঢ় ফ্রেম দারুণ মানায়, আর শ্যামলা বা উজ্জ্বল ত্বকে রঙিন বা স্বচ্ছ ফ্রেম ভালো লাগে।

চশমা কেনার আগে অবশ্যই পরে দেখে নিন—কারণ ছবিতে ভালো লাগলেও নিজের মুখে মানানসই নাও হতে পারে।

চশমা শুধু প্রয়োজন নয়, এটি এখন স্টাইল স্টেটমেন্ট। নিজের মুখের আকার অনুযায়ী চশমা বেছে নিতে পারলে তা শুধু দৃষ্টিশক্তি রক্ষা করে না, বরং ব্যক্তিত্বকেও আরও উজ্জ্বল করে তোলে। তাই পরের বার চশমা কিনতে গেলে দোকানে ট্রেন্ড নয়, বরং নিজের মুখের আকারকে প্রাধান্য দিন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আবুল খায়ের গ্রুপে কাজের সুযোগ
৭ ডিসেম্বর ২০২৫ ০৯:০৯

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর