Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্বকের কালো দাগ পালাবে সহজ মাস্কে


১০ জুলাই ২০১৮ ১২:৪৪

ত্বকের দাগ দূর করতে মাস্ক

লাইফস্টাইল ডেস্ক।।

প্রাকৃতিক উপায়ে ত্বকের কালো দাগ দূর করতে বানিয়ে নিতে পারেন খুব সহজ একটা ঘরোয়া মাস্ক। আসুন দেখে নেই কীভাবে বানাবেন কার্যকরী এই মাস্ক। দাগ দূর করার পাশাপাশি এই মাস্ক আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল আর স্বাস্থ্যকর।

যা যা লাগবে

অ্যালোভেরা জেল
ভিটামিন ই ক্যাপস্যুল
গোলাপজল
গ্লিসারিন

যেভাবে বানাবেন

পরিষ্কার পাত্র নিয়ে তাতে ৩ চামচ অ্যালোভেরা জেল, ২ টি ভিটামিন ই ক্যাপস্যুলের তেল, ২ চামচ গোলাপজল, ১/২ চামচ গ্লিসারিন নিয়ে ভালো করে মেশান।
মিশ্রণটি ভালোভাবে ঝাঁকিয়ে কয়েক ফোঁটা সেরাম নিয়ে পুরো মুখে ভালো করে মেখে অন্তত দশ মিনিট ধরে মাসাজ করে এক ঘন্টা রেখে দিন।
এরপর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

 

সারাবাংলা/টিসি/এসএস

অ্যালোভেরা জেল কালো দাগ গোলাপজল গ্লিসারিন ঘরোয়া মাস্ক ত্বকের দাগ ভিটামিন ই