Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকৃতির সান্নিধ্যে নিজেকে খুঁজে পাওয়া

সানজিদা যুথী সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১

শেষ কবে আপনি খালি পায়ে নরম ঘাসে দাঁড়িয়ে সূর্যোদয়ের কোমল আলোকে উপভোগ করেছেন? অথবা বিকেলের শেষে নদীর তীরে দাঁড়িয়ে ঝিলিমিলি জলে সূর্যের শেষ রঙের খেলা দেখেছেন? উত্তরটা মনে করতে কষ্ট হচ্ছে? সেটাই স্বাভাবিক। প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ আর শহুরে জীবনের কোলাহলে আমরা এমন ছোট ছোট মুহূর্তগুলো ভুলতেই বসেছি। অথচ এই ক্ষুদ্র অথচ অনন্য অভিজ্ঞতাগুলোই আমাদের ক্লান্ত শরীর ও অবসন্ন মনকে নতুন করে প্রাণবন্ত করে তোলে।

কেন প্রকৃতির কাছে ফেরা জরুরি?

গবেষণা বলছে, প্রকৃতির সান্নিধ্য শুধু মনের প্রশান্তিই আনে না, বরং শারীরিক স্বাস্থ্যের জন্যও দারুণ কার্যকর। ঘাসের উপর খালি পায়ে হাঁটা রক্ত সঞ্চালন বাড়ায়, সকালবেলার সূর্যের আলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, আর নদীপাড়ের হাওয়া মানসিক চাপ কমিয়ে আনে। এমনকি প্রতিদিন ২০ মিনিটের জন্য হলেও প্রকৃতির কাছে সময় কাটানো মনোযোগ ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে।

বিজ্ঞাপন

ছোট্ট বিরতিই বড় পরিবর্তন _

খোলা আকাশের নিচে কয়েক মিনিট দাঁড়িয়ে গভীর শ্বাস নেওয়া হোক কিংবা গাছের ছায়ায় বসে নিরবতা উপভোগ করা— এই সামান্য সময়ও আমাদের দিনের ভার কমিয়ে দেয়। আবার পরিবার বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে পার্কে হাঁটা শুধু মানসিক প্রশান্তিই দেয় না, সম্পর্কের বন্ধনকেও আরও দৃঢ় করে তোলে।

ব্যস্ততার মাঝেই সময় বের করুন _

কাজের চাপ যতই থাকুক না কেন, নিজের জন্য কিছুটা সময় বের করা দরকার। সপ্তাহে অন্তত একদিন হলেও প্রকৃতির কাছে যান। সকালে সূর্যের আলোয় বসুন, সন্ধ্যায় নদীর পাড়ে হেঁটে আসুন, কিংবা ছুটির দিনে শিশুদের নিয়ে পার্কে বেড়াতে যান। এই ছোট্ট উদ্যোগ আপনার জীবনধারায় এনে দিতে পারে ইতিবাচক পরিবর্তন।

প্রকৃতিই আসল শক্তির উৎস _

আমরা হয়তো প্রযুক্তির ওপর নির্ভর করে অসংখ্য কাজ করি, কিন্তু সত্যিকারের উদ্যম আর মানসিক সতেজতা খুঁজে পাওয়া যায় প্রকৃতির কাছেই। তাই নিজের প্রয়োজনেই নিজেকে সময় দিন। প্রকৃতির সান্নিধ্যে যান, প্রাণ ভরে নিঃশ্বাস নিন। দেখবেন— শুধু শরীর নয়, আপনার কর্মজীবনও হয়ে উঠবে আরও সুন্দর, আরও প্রাণবন্ত।

বিজ্ঞাপন

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

আরো

সানজিদা যুথী - আরো পড়ুন
সম্পর্কিত খবর