আজকের রাশিফল, ২২ জুলাই ২০২০
২২ জুলাই ২০২০ ১১:৩০ | আপডেট: ২৩ জুলাই ২০২০ ০২:০৭
জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক/জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রী করে থাকে।
১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রতিটি গ্রহের ৩ টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ। যে কারণে প্রতিটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।
ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২ টি রাশি, ৯ টি গ্রহ ও ২৭ টি নক্ষত্র নিয়ে হিসেব কশা বা গণনা করা হয়ে থাকে। তবে এর বাইরেও আরও অনেক সূক্ষ্ম হিসেব রয়েছে। প্রতিটি রাশি, গ্রহ ও নক্ষত্রের নিজ নিজ কিছু নির্দিষ্ট স্বভাব বা বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন গ্রহ-নক্ষত্রের স্থিতি, গ্রহদের প্রাত্যহিক পরিবর্তন, কুণ্ডলীতে গোচর, দৃষ্টি এবং অন্যান্য ব্রহ্মাণ্ডীয় গণনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের স্বাস্থ্য, বৈবাহিক জীবন, প্রেম, ধনসম্পদ, পেশার মতো সমস্ত বিষয়েই ধারণা দেওয়ার উদ্দেশ্যে রাশিফল তৈরি করা হয়ে থাকে। যদিও এই রাশিফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তবুও উপকৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।
আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে, অধিক মনোযোগী থাকতে হবে বা কী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কী বাঁধা আসতে পারে ইত্যাদি। এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে–
মেষ রাশি
আপনি আপনার সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলোর উপর বিশেষ দৃষ্টি রাখুন এবং সর্বশ্রেষ্ঠ শৃঙ্খলার সঙ্গে যতটা সম্ভব কাজকে এগিয়ে নিয়ে যান। নিজের সম্পর্কে বোধ আরও উজ্জ্বল করুন। নিজ প্রয়োজন কিছুটা কমান। দূরের কোনো ব্যবসায়িক কাজে কারও সঙ্গে টাকা-পয়সা লেনদেনের ব্যাপারে বিশ্বস্ত কাউকে সঙ্গে রাখুন। আধ্যাত্মিক চিন্তা ভাবনায় মনোযোগ দিলে অনেক জটিল সমস্যা নিরসনে অগ্রগতি হতে পারে। যাত্রা শুভ।
বৃষ রাশি
বিনোদন খুব একটা শুভ নয়। অন্যের সেবা করার জন্যই যেন আপনার জন্ম, আজ এমনটাই মনে হতে পারে। যারা লেখালেখি করেন তারা আজ নতুন কোনো লেখায় হাত দিতে পারেন। ভবিষ্যতে যা আপনার জন্য অনেক সম্মান বয়ে আনতে পারে। যানবাহন চালনায় মাথা ঠাণ্ডা রাখুন ও দূরের যাত্রায় সাময়িক বিরতিতে যাওয়া উচিত হবে। পূর্বে ঘটে যাওয়া কিছু বিষয়ের পুনরাবৃত্তি মনকে অস্থির করে তুলতে পারে। মানসিক শক্তি বাড়ান।
মিথুন রাশি
যারা মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য সময়টি প্রোফেশনের দিক থেকে শুভ। সেবামূলক কাজে নিজেকে নিয়জিত করতে পারেন। মেডিটেশন আপনার জন্য ভাল ফলদায়ক হবে। হঠাৎ করে কেউ কেউ আপনার কাজে বাঁধা সৃষ্টি করতে পারেন। ব্যবসায়িক লেনদেনের সময় চুক্তির শর্তগুলো আরেকবার দেখে নিন। প্রভাবশালীদের মন রক্ষা করে চলার চেষ্টা করুন। কোনো অনুষ্ঠানে গেলে পানাহারে সতর্ক থাকুন। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ।
কর্কট রাশি
দূরের কোন দুঃসংবাদ মনের শান্তিহানির কারণ হতে পারে। পাওনাদারগণ তাগাদা করলে কিছু অর্থ ফিরে পাবার সম্ভাবনা আছে। আজ সাংস্কৃতিক ক্ষেত্রে যোগাযোগ বাড়তে পারে। আর্থিক প্রাপ্তিযোগ শুভ। তবে এক্ষেত্রে আপনাকে বন্ধুদের সঙ্গে যথেষ্ট কৌশলী হতে হবে। অতিরিক্ত পানাহারে কিছুটা অসুস্থ অনুভব করতে পারেন। লোভ সংযত করুন। নিজেকেই নিজের পরিবর্তন করতে হবে ও হারিয়ে যাওয়া মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে।
সিংহ রাশি
মানসিক পরীক্ষায় পাস করতে হবে আর মানুষের সাথে আবেগ সম্বন্ধীয় চলাফেরা ও মেলামেশার দ্বারা মানসিক উন্নতি সাধনের চেষ্টা করুন। বিপদগ্রস্ত স্বজনের সাহায্যে এগিয়ে গেলে ভালো করবেন। একই সঙ্গে ধর্মীয় কাজে মন দিলে পরিকল্পনা বাস্তবায়নে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। গৃহিনীদের ক্ষেত্রে বিলাসদ্রব্য কেনাকাটায় আগ্রহী হয়ে উঠতে পারেন। প্রেমিকাদের জন্য দিনটি ভাল হলেও প্রেমিকদের জন্য নয়।
কন্যা রাশি
একজন ভাল মানুষ হিসেবে মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে ও নিজের ভাল অনুভুতিগুলো নষ্ট হতে দেওয়া যাবে না। আজ অতি উৎসাহী হয়ে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে যাবেন না। অর্থ প্রাপ্তির অর্থাৎ পুরনো কোনো অর্থ আদায়ে বেশ অগ্রগতি হতে পারে। প্রেম ও বিয়ের আলোচনায় কৌশলি হোন। দূরের যাত্রা শুভ। আপনাকে অবশ্যই সত্যের মর্যাদা দিতে হবে। নিজের প্রতিভার প্রতি যত্নশীল হওয়া উচিৎ।
তুলা রাশি
জীবন আপনাকে এক নতুন অধ্যায় দেখাতে পারে। নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে আর সেই সাথে আপনার জীবনপথের কিছু গুরুত্বপূর্ণ রূপান্তরের জন্য প্রস্তুত হন। আর্থিক লেনদেনের আগে আরও একবার ভেবে দেখুন ঠিক হচ্ছে কী না। ব্যবসায়িরা দূরের যোগাযোগে নতুন কোনো কাজের সূত্র পেতে পারেন। পরোপকারে নিজেকে আজ এগিয়ে নিলে মানসিক শান্তি পাবেন। জীবনের উদ্দেশ্য সুস্পষ্ট করা উচিৎ হবে।
বৃশ্চিক রাশি
আপনার অন্তরদৃষ্টিকে বাড়িয়ে তুলুন আর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ নিয়ন্ত্রণে রাখুন। নিজেকে কখনই বেশি জটিল করে তোলা উচিত হবে না। সত্য স্বীকারের সময় এখন। প্রবাসী কোনো আত্মীয়স্বজনের কারও সহায়তায় ক্ষতিগ্রস্ত ব্যবসায় নতুন করে প্রাণ সঞ্চার হতে পারে। উত্তেজনা পরিহার করে চলুন। পদস্থদের সঙ্গে আলাপ-আলোচনায় মাথা ঠাণ্ডা রাখুন ও কৌশলের আশ্রয় নিন। বিশ্রামের প্রয়োজন আছে।
ধনু রাশি
সবুজ প্রকৃতি আপনার মনে আনন্দের সঞ্চার ঘটাবে তাই একটু সময় করে প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করুন। আপনার ভিতরের মানুষটির সংকল্প ও ভোগদখল যেন খাঁটি স্বর্ণের মত হয়। আর্থিক যোগাযোগ শুভ। অপরাহ্নের পর প্রিয়জনের সঙ্গে সময়টা ভালোই কাটবে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে সঙ্গির মতামতকে গুরুত্ব দিন। রাজনৈতিক ক্ষেত্রে মধ্য সারির নেতাদের উত্তেজনা পরিহার করে চলতে হবে।
মকর রাশি
বিগত দিনগুলোতে আপনার ক্যারিয়ারের এক দিকে অনেক উন্নতি করেছেন আর বাকি উন্নতিগুলোও ক্রমান্বয়েই হবে, দুশ্চিন্তা করা বা ভীত হওয়ার কোন কারণ নেই। মনকে আনন্দে রাখুন আর দৃঢ় প্রত্যয়ী হন। কর্মস্থলে পদস্থদের কাজে লাগানোর চেষ্টায় সফলতা পেতে পারেন। আজ জমি সংক্রান্ত পুরনো কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যেখানেই যান আপনার নিজের মতামত প্রকাশে কোনো দ্বিধা করবেন না।
কুম্ভ রাশি
অল্পকিছু স্বাধীনতা আপনার জীবনকে অনেক উপরে নিয়ে যেতে পারে। আপনার জন্য আজ আর বেশি কিছু লিখব না, শুধু একটি প্রবাদ মনে করিয়ে দিচ্ছি; “ফল ভর্তি গাছ সদাই ঝুকে থাকে”। অধীনস্থ কেউ আজ আপনাকে ভুলিয়ে-ভালিয়ে নিজের কাজ আদায় করতে গিয়ে আপনাকে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। প্রতিটি পদক্ষেপেই সাবধান থাকলে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
মীন রাশি
আপনি আপনার সন্দেহকে একপাশে সরিয়ে রেখে ইচ্ছা শক্তিকে আরও প্রবল করে অকপটে মানসিক শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যান। এতে করে আপনি প্রয়োজনীয় সঠিক বিষয়গুলো সঠিকভাবে সনাক্ত করতে সক্ষম হবেন। আজ ব্যবসায়িক কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করার আগে বিশ্বস্ত ও অভিজ্ঞদের মতামত নিতে দ্বিধা করবেন না। বিপরীত লিঙ্গের কারও সহায়তায় পুরনো কোনো জটিলতার অবসান হতে পারে।