Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেদের শীত পোশাক নিয়ে ক্যাটস আইয়ের নতুন আয়োজন


৩ জানুয়ারি ২০১৯ ১৮:২২ | আপডেট: ২৩ মে ২০২২ ১৩:০০

।। লাইফস্টাইল ডেস্ক ।।

 

ক্যাটস আই নিয়ে এলো ছেলেদের জন্য উৎসবমুখর এবং সান্ধ্যকালীন পার্টি উপযোগী পোশাক। উন্নতমানের কাপড়ে তৈরি নতুন পোশাকগুলোতে পাবেন  ডিজাইন, প্যালেট, এবং প্যাটার্নে বৈচিত্র্য।

সমকালীন মেনজ ফ্যাশনে রয়েছে ট্রেন্ডি জ্যাকেট, ফরমাল স্যুট, ব্লেজার, ট্রাউজারস, সোয়েটার, প্রিমিয়াম কোয়ালিটির ফরমাল ও ক্যাজুয়াল স্যুট এবং এ লাইন প্যাটার্নের সান্ধ্যকালীন শেরওয়ানী।

স্টোরের পাশাপাশি অনলাইনে ক্যাটস আই ভার্চুয়াল স্টোর থেকে পণ্য ক্রয়ে ১০ ভাগ বাড়তি ছাড়ের সুবিধা রয়েছে পুরো শীতজুড়ে। তাই হোম ডেলিভারি সুবিধাসহ শপিং এর জন্য ঢু মারতে পারেন www.catseye.com.bd ঠিকানায়।

সারাবাংলা/আরএফ 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর