Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিলারা হাশেম আর নেই

সারাবাংলা ডেস্ক
২১ মার্চ ২০২২ ১১:০৩

প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক দিলারা হাশেম আর নেই। শনিবার (১৯ মার্চ) বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

পাঠকনন্দিত উপন্যাস ‘ঘর মন জানালা’র রচয়িতা দিলারা হাশেম দীর্ঘদিন ভয়েস অব আমেরিকায় কাজ করেছেন। ১৯৮২ সালে ভয়েস অফ আমেরিকায় যোগ দেন তিনি। তার আগেও বেশ কয়েক বছর তিনি ভয়েস অফ আমেরিকায় খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। সংবাদ পাঠ করেছেন বিবিসি বাংলাতেও।

দিলারা হাশেমের জন্ম ১৯৩৬ সালে। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন দিলারা হাশেম। খবর ভয়েস অব আমেরিকার।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএম