জেল হত্যা দিবস পালন করেছে ফিনল্যান্ড আওয়ামী লীগ
৪ নভেম্বর ২০১৯ ২২:১১ | আপডেট: ৫ নভেম্বর ২০১৯ ১২:৫৪
হেলসিংকি, ফিনল্যান্ড থেকে: জেলহত্যা দিবস জাতীয় চার নেতা স্মরণে সভা করেছে ফিনল্যান্ড আওয়ামী লীগ। রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির একটি রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়।
ফিনল্যান্ড আওয়ামী লীগ-এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এ সভায় পবিত্র কোরআন পাঠের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার এক মহা পরিকল্পনা ছিল। পনেরো আগস্ট ও তিন নভেম্বর একই সূত্রে গাঁথা।’
আওয়ামী লীগে চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এর মধ্য দিয়ে বাঙালীর প্রাণের সংগঠন আওয়ামী লীগ শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অনন্য এক উদাহরণ সৃষ্টি করছে। তৃণমূলের কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এর মধ্য দিয়েই জাতীয় চার নেতার আত্মা শান্তি পাবে। কারণ, তারা চেয়েছিলেন দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ।’
আলোচনায় আরও অংশ নেন সহ সভাপতি তপন বঙ্গবাসী, পলাশ কামালী , ইকবাল হোসেন বকুল, মোস্তফা আজাদ, রাজুমালেক, জিসান আহমেদ, পিটু, জিতু ইসলাম, আবু সুফিআন, হোসাইন টিপু, জূনায়েদ,রাইসুল, শরীফ, মাসুদ, সিরীন বঙ্গবাসী, নুসরাত হোসেন, বীথি, সালমান মাহবুব প্রমুখ।