Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাল্টি কালচারাল অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক বাবলু


১৭ জানুয়ারি ২০১৮ ১৯:২৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৯:২৬

অস্ট্রেলিয়া থেকে

অস্ট্রেলিয়া সরকারের মল্টিকালচারাল অ্যাডভোকেট অব দ্য ইয়ার ২০১৭ পেয়েছেন জিয়াউল হক বাবলু।

ক্যানবেরার স্থানীয় সরকারের মাল্টিকালচারাল মন্ত্রী র‌্যাচেল স্টিফেন স্মিথ এক অনুষ্ঠানের মাধ্যমে বাবলুকে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

গত কয়েক বছর ধরে জিয়াউল হক বাবলু ক্যানবেরার বিভিন্ন জাতি ও ভাষার লোকজনদের নিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন করে থাকেন।

এর আগে ২০১৭ সালে তিনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।

এ ব্যাপারে জিয়াউল হক বাবলু বলেন, ‘আমার এ অ্যাওয়ার্ড মূলত বাংলাদেশী কমিউনিটি ও ক্যানবেরার বিভিন্ন ভাষাভাষীর লোকজনদের কাজের স্বীকৃতি যারা ‘মাই ল্যাঙ্গুয়েজ, মাই প্রাইড’ স্লোগানকে সামনে রেখে ক্যানবেরাতে একুশে ফেব্রুয়ারি উদযাপন ও সংগঠনের পিছনে কঠোর শ্রম দেয়।

এ ছাড়াও ২০০৬ সালে তিনি নিউ সাউথ ওয়েলস সরকারের মাল্টিকালচারাল ভলান্টিয়ার অব দ্য ইয়ার নমিনেশন পেয়েছিলেন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর