Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেদ্দা কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত


১৯ ডিসেম্বর ২০১৮ ১৫:০০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৫:৪১

।। সেলিম আহমেদ ।।

সৌদি আরব থেকে: ‘অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায় বিচার’ প্রতিপাদ্যে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

জেদ্দা কনস্যুলেটে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় অভিবাসীদের সরাসরি সেবা প্রদানে গণশুনানি গ্রহণ করেন কনসাল জেনারেল। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অভিবাসী দিবসের আয়োজনে উপস্থিত প্রবাসীরা তাদের অনুভূতির কথা জানিয়ে বক্তব্য রাখেন। কনসাল জেনারেলের শুভেচ্ছা বক্তব্য ও বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, জেদ্দায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতা, পেশাজীবী, ব্যবসায়ী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

অভিবাসী দিবস আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ জেদ্দা কনস্যুলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর