Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত


৩১ ডিসেম্বর ২০১৭ ২১:১১

সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবে ওমরা করতে এসে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত।

গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী কামরুল ইসলাম নিলয়ের স্ত্রী ও দুই সন্তান মারা গেলেও তিনি গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার তিনি মারা যান।

এক সপ্তাহ আগে ইতালি থেকে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সৌদি আরবে ওমরা হজ পালন করতে আসেন কামরুল ইসলাম। ওমরা শেষ করে বৃহস্পতিবার মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালু থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই কামরুলের স্ত্রী তানিয়া হোসেন ও দুই ছেলে ইউসা হোসাইন ও আযান হোসাইন মারা যায়।

নিলয়দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেফপাড়ায় বলে জানিয়েছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম।

সারাবাংলা/এসসি/এমআই

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর