পথে পথে বাহারি ফুল [ফটো]
১৯ মে ২০২৩ ১৭:০১ | আপডেট: ২০ মে ২০২৩ ১৮:১৭
প্রকৃতিতে এখন গ্রীষ্মের রাজত্ব।
‘প্রখর তপনতাপে, আকাশ তৃষায় কাঁপে,
বায়ু করে হাহাকার।’
রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অবিকল প্রতিমূর্তি যেন এবারের প্রকৃতি। তারপরও প্রশান্তি জুড়ায় বাহারি ফুলের উচ্ছ্বাস।
নগরীর পথে পথে ফুটেছে গ্রীষ্মের ফুল। রাজধানীর বিভিন্ন স্পট থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবীবুর রহমান।