Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাঝরা সোনালু


২৮ এপ্রিল ২০২৩ ১১:০৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৬:৫০

নাম তার সোনালু। গ্রাম বাংলায় সোনাইল বা সোনালু নামে বেশি পরিচিত। রবীন্দ্রনাথ ভালোবেসে এই ফুলের নাম দিয়েছিলেন ‘অমলতাস’। এই গ্রীষ্মের দুপুরে সোনামাখা সোনালু দেখে মন জুড়াবে না এমন লোক পাওয়া ভার। যান্ত্রিক এই রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কের পাশেও রঙ ছড়িয়েছে সোনালু।

গ্রীষ্মের খরতাপেও মনে শান্তির সুবাস নিয়ে দুলতে থাকা এই ফুল দেখে মনে হয়, আমরা দূর কোনো সুন্দর মায়ায় ভরা ভুবনে চলে এসেছি।

বিজ্ঞাপন

সোনাইল গাছের বৈজ্ঞানিক নাম Cassia Fastula। এর ফল লম্বা লাঠির আকৃতির হয়ে থাকে যা বানরের বিশেষ খাবার হিসেবেও পরিচিত। শক্ত ফলের কারণে গাছের নাম হয়েছে বাঁদরলাঠি। এ জন্য স্থানীয়ভাবে একে বানরলাঠি বা বান্দরলাঠি, সোনালু বা সোনাইল নামে ডাকা হয়।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সোনালু ফুলের এই ছবিগুলো তুলেছেন সারাবাংলা’র ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

 

 

সারাবাংলা/এমও

অমলতাস বাঁদরলাঠি সোনাইল সোনালু