‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ [ছবি]
১৪ এপ্রিল ২০২৩ ১৬:৪৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৬:৫০
যুদ্ধ, হিংসা, হানাহানির অবসান প্রত্যাশায় শেষ উদযাপন হলো মঙ্গল শোভাযাত্রা। প্রতিবছরের মতো এবারও রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানাল ছায়ানট। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আহির ভৈরব সুরে সারেঙ্গিবাদনের মধ্য দিয়ে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। প্রায় আট মিনিটের এ পরিবেশনার পর শুরু হয় গানের পালা।
সকাল ৯টা ১০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয় শাহবাগ ঘুরে এ শোভাযাত্রা শেষ হয় ৯টা ৫০ মিনিটে।
ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ