কুকুর-বানরের দোস্তি [ছবি]
৮ অক্টোবর ২০২২ ২০:০৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২২ ১০:৩১
কুকুরের সঙ্গে বানরের সম্পর্কে বৈরী হবে এটিই যেন চিরায়ত দৃশ্য। শত্রু-শত্রু খেলার মধ্যেও অবাক হতে হয় যখন কুকুর-বানরের দোস্তি গড়ে ওঠে। কুকুরের পিঠে সওয়ার দুষ্টু বানর-এরকম দৃশ্য নিশ্চয় চমক জাগানিয়া।
ঢাকার রমনা পার্কে কুকুর-বানরের দোস্তির ছবি ধরা পড়েছে আজমল হক হেলালের ক্যামেরায়।