Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রোয়েশিয়াতে বিপুল বিদেশি কর্মীর নিয়োগ

সারাবাংলা চাকরি ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৫

ক্রোয়েশিয়ার এক্সপোমেডিক্স চাকরি মেলার একটি ছবি। ছবি: এক্সপোমেডেক্স ডট ওআরজি

ক্রোয়েশিয়ার শ্রমবাজার আরও উন্মুক্ত হলো বিদেশি কর্মীদের জন্যে। ইনফো মাইগ্রেন্টস ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাভোর বোজিনোভিচের বরাতে জানিয়েছে, দেশটির শ্রমবাজারে চলমান ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের উপর আরও বেশি নির্ভর করতে হবে। এ লক্ষ্যে দেশটি অভিবাসী শ্রমিকদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। উল্লেখ্য, ইউরোপের পর্যটননির্ভর দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ ক্রোয়েশিয়ার বিভিন্ন খাতে বর্তমানে তীব্র শ্রমিক সংকট চলছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী ডাভোর বোজিনোভিচ বলেছেন, ‘ক্রোয়েশিয়ার পর্যটন, নির্মাণ এবং সেবা খাত অনেক ক্ষেত্রেই বিদেশিদের অবদান এবং কাজের উপর নির্ভরশীল। তারা আমাদের সবার মতো একই নিরাপত্তা এবং মর্যাদা পাওয়ার যোগ্য।’

মন্ত্রী বলেন, ক্রোয়েশিয়ান নাগরিকদের অভিবাসীদের জন্য এমন একটি সমাজের উদাহরণ তৈরি করা উচিত, যেখানে প্রতিটি ব্যক্তি ভয় ছাড়াই বাঁচেন এবং কাজ করতে পারেন। যারা হুমকির মুখে রয়েছেন, তাদেরকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে কর্তৃপক্ষ।

ক্রোয়েশিয়ার একটি ওয়্যারহাউসে চাকরিরত বিদেশীরা। ছবি: সংগ্রীহিত

ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, তারা বিদেশি কর্মীদের জন্য আইন শিথিল করা ও অধিকারের সুযোগ তৈরিতে কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিদেশি কর্মীদের স্বার্থে কাজ করছে, যাতে তাদের কাজের চুক্তি বাতিল করা হলেও ৬০ দিনের সময়সীমার সুবিধা পান। এই সময়ের মধ্যে বিদেশি কর্মীরা ক্রোয়েশিয়ায় একটি নতুন চাকরি খুঁজে পেতে সক্ষম হবেন।

এই ব্যবস্থাটি বিদেশি কর্মীদের প্রতি নিয়োগকর্তাদের অন্যায় আচরণ ঠেকাতে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অভিবাসীরা বেকার থাকলেও দেশ ছাড়ার বিষয়ে চিন্তা না করে চাকরি খুঁজতে পারবেন।

এছাড়া দেশটিতে আসা বিদেশি শ্রমিকদের প্রথম রেসিডেন্স পারমিটের মেয়াদ এক বছর থেকে তিন বছর পর্যন্ত বাড়াতে চায় বলেও জানিয়েছে দেশটির সরকার।

সারাবাংলা/এসবিডিই

ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ায় চাকরি চাকরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর