Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদুরী রোদের দিন


২১ ডিসেম্বর ২০১৭ ১০:২৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ১১:০৫

শীতের দিনের সকালের সূর্য । ছবি : আব্দুল মমিন

সারাবাংলা ডেস্ক

যারা গত দুই দিন সূর্যের অপেক্ষায় ছিলেন।আজ তাদের রোদ পোয়াবারো দিন। আজ সূর্য উঠবে ৬ টা ৩৬ মিনিটে। আর উঠেই সে চারিদিকে আলো দিয়ে ভোরে দিবে, আজ যে মেঘের ছুটি!

শীতের কাপড় নিয়ে যাদের একদম প্যাকেট অবস্থা তাদের আজ আর সেইসব স্পেস সুটের মতো জ্যাকেট পরে ঘুরতে হবে না। হালকা-পলকা কিছু হলেই হবে, শীত লাগলে আর কী একটু রোদে সেকে নিলেই হবে। ভিটামিন ডি খাওয়ার জন্য বাচ্চাদেরও রোদে ঘুরিয়ে নিতে পারেন, এমনকি পুরানো ব্যথা থাকলেও সেঁকে উপশম করতে পারেন। তবে মেঘ কম মানে জানেন তো অতিবেগুণী রশ্মিরই আজ দিন। সারা বেলাই প্রায় ইনডেক্সে ৪ হয়ে বসে থাকবে, তখন ত্বকের বাজাবে ১২টা। তাই আমি বলেই রাখি, সংবিধিবদ্ধ সতর্কীকরণ: সানস্ক্রিন ছাড়া রোদে বের হওয়া ক্ষতিকর।

একটু গা ঝাড়া দিয়ে বসার পরে একটু হাসতেও পারেন, কারণ আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা কেটে সূর্য উঠবে। সূর্য যদি হেসে দেয় তাহলে আমরাই বা কেন রামগরুর ছানা হয়ে বসে থাকবো? যদি থাকেনও সকাল ১১টা পর্যন্ত হালকা কুয়াশার প্রভাব থাকবে, তারপর কিন্তু আর মুখ গোমড়া করলে হবে না। সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পুরো দমে সূর্যের তাপমাত্রা পাওয়া যাবে, কী খুশি তো?

দেশের উওরাঞ্চলে শীতের তীব্রতা আজ ১১ ডিগ্রী সেলসিয়াস। তবে দক্ষিণ অঞ্চলের রাজা শুধু শীত না, আছে কুয়াশারও ঘর-বসতি। তাই নৌ চলাচল ব্যাহত হচ্ছে প্রায় দিনই। কী আর করা, নৌ পথে গেলে বসে থাকতে হবে ।সেই মেনে নিয়েই রওনা দিয়েন। খাবার রেখেন সাথে আর এক ফ্লাস্ক চা। দুর্ভোগ যখন অনিবার্য তাকেই না হয় উৎসব করে ফেলুন!

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘু চাপের আছে। তবে কেমন যেন বোকা বোকা ধরণের। ওর ক্ষমতাই নেই শৈত্যপ্রবাহ হওয়ার। যাক বাচা গেলো! এখন সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। শীতকালে তো শীত থাকবে তবে এখনও সেটা আরামের মধ্যেই আছে, প্রাণঘাতী হয়নি।

বিজ্ঞাপন

সূর্য ডোবার প্রস্তুতি নিবে ৫ টা ১৬ মিনিটে। রাতের আকাশে পুরো চাঁদ দেখা যাবে। তবে চাঁদটা কিন্তু একদম শিশু মাত্র কালই তার জন্ম হয়েছে। আকাশে থাকবে সে সকাল ৮ টা ৪২ মিনিট থেকেই। তবে আমরা দেখতে পাবো ৭ টা ৫৫ মিনিটে ডুবার ঠিক কয়েক মিনিট আগে। বাঁকা চাঁদ দেখতে এখন কুয়াশার বাধা না থাকলেই হয়।

আপনার দিনটি যেন আজ দারুণ কাটে।

ছবি: আব্দুল মমিন

সারাবাংলা/আরসি/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর