মেঘ ভাসে মুক্ত কেশে
৬ মে ২০১৮ ০৯:৪২ | আপডেট: ৬ মে ২০১৮ ০৯:৪৬
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
বৈশাখের ২৩ তারিখ আজ। কালবৈশাখীরও ২৩ তারিখ। কেন হবে না, মাঝে বুঝি সে একদিনও বিরাম দিয়েছিল? যদি দিয়েও থাকে মেঘ তো হুমকি দিয়েই গেছে।
আজকের দিনটা স্পষ্টত ঝড় বৃষ্টির। বেলা বাড়লেই তারা হুড়মুড় করে আসবে। আর আমাদের দিনকে আঁধার মেঘে ঢেকে দিবে। এর আগে যদি কাজে ঢুকে যাওয়া যায় তাহলে দারুণ। নাহলে বেশ ভোগান্তি আছে, কারণ আবহাওয়ার পূর্বাভাসে বেশ ঝড় বাদল দেখা যাচ্ছে। সারাদিনই একটু একটু বৃষ্টি হবে। তাই সূর্যের এই হাসি দেখে একদম বিশ্বাস করা যাবে না। একদম সাঁজোয়া বর্ষাতি নিয়ে বের হতে হবে।
বৃষ্টি হলে গরম কমে যাবে এটা আর বলার অপেক্ষা রাখে না। বেচারা গরম। এই বছর সে নিজের মাসটাতেও প্রভাব বিস্তার করতে পারছে না। ফলগুলো যে এ বছর কীভাবে পাঁকবে কে জানে? আজকেও তো তাপমাত্রা কম, সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কম বলে গরম কম লাগবে এমন ভাবার কিচ্ছু নেই। বাতাসের আর্দ্রতা বেজায় বেশি, গরম লাগবেই লাগবে, আর একবার ঘামে ভিজে গেলে সেটা শুকানোর নামই নিচ্ছে না।
এত কিছুর মধ্যে একমাত্র ভালো খবর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঝড় বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, তাপমাত্রাও কিছুটা বাড়বে। হয়তো ফলগুলো এবার সব কাচাই ঝরে যাবে না। একটু পাকা ফল খাওয়ার ভাগ্যও হবে আমাদের।
শুভ কাটুক সপ্তাহের প্রথম দিনটি।
সারাবাংলা/এমএ/টিএম