বিশ্বকাপ ১৯৬২: সাম্বার দেশে দ্বিতীয় বিশ্বকাপ
২০ নভেম্বর ২০২২ ২১:৩৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:৫৫
বিশ্বকাপ ১৯৬২ ফাইনালের পরিসংখ্যান
ইউরোপে টানা দুটি বিশ্বকাপ আয়োজনের পর এবার দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের সপ্তম আসর।
১৬টি দল নিয়ে অনুষ্ঠিত চিলি বিশ্বকাপ স্মরণীয় হয়ে আছে- শক্তিসর্বস্ব ফুটবল, উপর্যুপরি লাল-হলুদ কার্ডের বিশ্বকাপ হিসেবে।
এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে আছে ব্রাজিলের একজন বাঁকা মেরুদণ্ড আর একই দিকে বাঁকানো দুটি পা নিয়ে জন্মানো খেলোয়াড়ের জন্যও।
না, তিনি পেলে নন। বরং ব্রাজিলের গারিনচা হয়ে আছেন চিলি বিশ্বকাপের কিংবদন্তী চরিত্র হয়ে।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন ১৭ বছরের পেলে।
কিন্তু এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে মারাত্মক ইনজুরিতে পড়ে বিশ্বকাপটাই শেষ হয়ে যায় তার।
তবে গারিঞ্চাকে কেন্দ্র করে জিতো, ভাভারা ব্রাজিলকে বিশ্বকাপের সোনারপরীটি উপহার দিয়েছিলেন।
এই বিশ্বকাপে নতুন কিছু কৌশল অবলম্বনে সাফল্য পেয়েছিল ব্রাজিল, বিশেষ করে ৪-৩-৩ কৌশলে আক্রমণের ধারণাটিই বিশ্বকাপ জিতিয়েছিল তাদের।
৬ গোল করে বাষট্টির বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন গারিনচা।
ছবি: ফিফা ও গোল ডট কম
সারাবাংলা/এসবিডিই/এএসজি
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৬২: সাম্বার দেশে দ্বিতীয় বিশ্বকাপ বিশ্বকাপ ২০২২