Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৫৪: জার্মান মেশিনের সামনে পুসকাসের স্বপ্নভঙ্গ

ফিচার ডেস্ক
২০ নভেম্বর ২০২২ ২০:৪২ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:৫৫

বিশ্বকাপ ১৯৫৪ ফাইনালের পরিসংখ্যান

চুয়ান্নর বিশ্বকাপকে হাঙ্গেরির বিস্ময় পুসকাসের বিশ্বকাপ বললে ভুল কিছু হবে না।

দুই ফরোয়ার্ড পুসকাস ও ককসিসের অতিমানবিক নৈপুণ্যে টানা ৩১ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল হাঙ্গেরি।

অপরদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারাবিশ্বের ধিক্কার, ফিফার নিষেধাজ্ঞাসহ অনেক প্রতিকূলতা কাটিয়ে ফাইনালে পৌঁছেছিল পশ্চিম জার্মানি।

কোনোভাবেই হাঙ্গেরির সামনে ফেভারিট ছিল না জার্মানি।

কিন্তু ফাইনালে কেবল যন্ত্রের মতো অক্লান্ত নিজের কাজটুকু করে যাওয়া জার্মান দল পরাজিত করেছিল হাঙ্গেরিকে।

যার যার অবস্থানে জার্মানের খেলোয়াড়রা এদিন ছিলো অটল।

মেশিনের মতো কাজ করে যাওয়ার দক্ষতাই প্রথম আট মিনিটে ২-০ গোলে পিছিয়ে যাওয়া জার্মানিকে ৩-২ ব্যাবধানে বিশ্বকাপ জিতিয়েছিল।

আর এই জয় জার্মানিকে ফিরিয়ে দিয়েছিল অনেককিছুই।

শুধু ফুটবলেই মেশিনের মতো দক্ষতাই নয়, জাতি হিসেবেও ‘মেশিনের মতো কর্মক্ষম’ জার্মানরা হিটলারের অপকীর্তিকে পেছনে ফেলে বিশ্বে তাদের অবস্থানকে পুনরুদ্ধার করতে পেরেছিল।

১৯৫৪ সালে ১৬টি দল নিয়ে পঞ্চম বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেছিল সুইজারল্যান্ড।

এবারই প্রথম টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচার করা হয়।

অবিশ্বাস্য সংখ্যক আটটি হ্যাটট্রিক আর প্রতি ম্যাচে ৫.৩৮ গোল গড়ে এই আসরে মোট ১৪০টি গোল হয়েছিল।

১১টি গোল করে এই আসরে গোল্ডেন বল জেতেন ফেরেন্তস পুসকাস।

ছবি: ফিফা ও গোল ডট কম

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৫৪: জার্মান মেশিনের সামনে পুসকাসের স্বপ্নভঙ্গ বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর