Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৫০: যে বিশ্বকাপ খেলতে ফুটবল দল খুঁজে পাওয়া যাচ্ছিল না

ফিচার ডেস্ক
২০ নভেম্বর ২০২২ ১৯:৩৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:৫৬

বিশ্বকাপ ১৯৫০ ফাইনালের পরিসংখ্যান

পর পর দুই বিশ্বকাপ বাদ দিয়ে ১৯৫০ ব্রাজিলে এ বসে ফুটবলের চতুর্থ বিশ্বআসর।

আর অবাক করা বিষয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য কোন দলই খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তাই ১১ বছরের বিরতির পর এই টুর্নামেন্ট ছিল পৃথিবীর সব দেশের জন্য উন্মুক্ত।

তারপরও পঞ্চাশের ব্রাজিল বিশ্বকাপে অংশ নেয় মাত্র ১৩টি দল।

এবারই প্রথম ট্রফির নাম দেওয়া হয় জুলে রিমে কাপ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িত দেশ জার্মানি ও জাপানকে এ বিশ্বকাপে খেলার অনুমতি দেওয়া হয়নি।

এছাড়া নিজেদের সরিয়ে নিয়েছিল আর্জেন্টিনা, ইকুয়েডের ও পেরু।

পঞ্চাশের বিশ্বকাপে সুযোগ পেয়ে খেলতে ব্রাজিল পর্যন্ত গিয়েছিল এশিয়ার দেশ ভারত।

কিন্তু খালি পায়ে খেলার আবদার তোলায় ভারতের আর বিশ্বকাপ খেলা হয়নি।

এই বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করে- মারাকানা!

আর এই মারাকানায় ঐতিহাসিক স্বপ্নভঙ্গ ঘটে ব্রাজিলের।

মারাকানায় উপস্থিত প্রায় ২ লাখ সমর্থকের সামনে ২-১ ব্যবধানে সেলেকাওদের কাঁদিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে উরুগুয়ে।

গোল্ডেন বল জয় করেন ব্রাজিলের জিজিনহো।

মারাকানার এই হার ব্রাজিল ফুটবল দলের খোলনলচে বদলে দিয়েছিল।

সেদিন সেই হারের পর চারজন খেলোয়াড় মাঠ থেকেই অবসরের ঘোষণা দেন।

এমনকি হারের পর দেশটির প্রতীক সাদা জার্সিকে পাঠিয়ে দেওয়া হয় নির্বাসনে।

তৈরি করা হয় ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি।

ছবি: ফিফা ও গোল ডট কম

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৫০: যে বিশ্বকাপ খেলতে ফুটবল দল খুঁজে পাওয়া যাচ্ছিল না বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর