Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সংসদে গোপন ক্যামেরা উদ্ধার


১৩ মার্চ ২০২১ ১৪:৪১ | আপডেট: ২৩ মে ২০২২ ১১:২৬

পাকিস্তানের সংসদে চীনা গোপন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। আর এতে তুলকালাম কাণ্ড ঘটে গেছে দেশটির সংসদে। বৃহস্পতিবার (১২ মার্চ) উচ্চকক্ষ সিনেটে এক ভোটাভুটি চলার সময় উদ্ধার হয় ক্যামেরা।

জানা যায়, সিনেটের গোপন ব্যালটে চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান পদে ভোটাভুটি চলছিল। এ নির্বাচন প্রক্রিয়া রেকর্ড করছিল গোপন ক্যামেরা। তবে কে বা কারা রেকর্ড করছিলেন তা জানা যায়নি।

ক্যামেরা উদ্ধারের খবর জানাজানি হলে উত্তপ্ত হয়ে উঠে সংসদ। গোপন ক্যামেরার প্রসঙ্গ উঠার সঙ্গে সঙ্গে সিনেটররা ‘লজ্জা’ ‘লজ্জা’ বলে দুয়োধ্বনি দিচ্ছিলেন। স্পাই ক্যামেরার রহস্য উদ্ঘাটনে ওইদিনই তদন্ত শুরু হয়। এ ঘটনায় পাকিস্তানের সংসদের সরকারি ও বিরোধীদল একে অপরকে দোষারোপ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর