২৭ স্ত্রী ও দেড়শ সন্তানের বাবা তিনি
২৬ জানুয়ারি ২০২১ ১৫:৫৬ | আপডেট: ২৩ মে ২০২২ ১১:৫১
কানাডার উইনস্টোন ব্ল্যাকমোর নামের এক ব্যক্তির ২৭ জন স্ত্রী আর দেড়শ সন্তানের কথা প্রকাশ্যে আনলেন তার এক ছেলে। বিশাল এই পরিবারের প্রত্যেক সদস্য থাকেন একই বাড়িতে। সন্তানদের জন্য রয়েছে আলাদা স্কুল। সম্প্রতি ১৯ বছরের তরুণ মার্লিন ব্ল্যাকমোর তার পরিবারের এ তথ্যটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
কানাডায় ৬৪ বছর বয়েসি উইনস্টোন ব্ল্যাকমোর অন্যতম পরিচিত ব্যক্তি। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বাউন্টিফুলে তার এই বিশাল পরিবারের বসবাস। ছেলে মার্লিন ব্ল্যাকমোর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের গোমর ফাঁস করে দিয়ে লিখেছেন, ‘বছরের পর বছর ধরে আমি আমার পরিবারের কথাটি বলতে চেয়েছিলাম। এখন আমি সেই জায়গায় আছি। আমাদের কথা এখন বিশ্বকে জানাব।’
মার্লিন জানান, তার বাবার স্ত্রীর সংখ্যা ২৭ ও সন্তানসন্তানাধির সংখ্যা ১৫০। এদের প্রত্যেকেই থাকেন একই বাড়িতে। তার ভাইবোনরা নিজেদের জন্য তৈরি একটি আলাদা স্কুলে পড়াশোনা করে। বাড়ির ভেতরেই রয়েছে একটি মোটেল হাউজ। সেখানে কিশোর-কিশোরীরা থাকে একসঙ্গে দল বেঁধে। মার্লিন জানান, বিশাল এই পরিবারে কারো জন্মদিন বা থ্যাংকস গিভিং পার্টি কিছুই বাদ যায় না। তবে সে জন্য ভাড়া করতে হয় বিশাল আকারের হলরুম।
তবে পরিবারের সঙ্গে এখন আর সম্পর্ক নেই বলে জানিয়েছেন মার্লিন ব্ল্যাকমোর। ২০১৭ সালে তার বাবার বিরুদ্ধে বহু বিবাহের অভিযোগ উঠে। এতে ছয় মাস গৃহবন্দী থাকেন তিনি। সে সময় মার্লিন ও তার দুই ভাই এ পরিবার ছেড়ে বেরিয়ে আসে। তবে ভাই-বোনদের সঙ্গে এখনও তাদের সুসম্পর্ক আছে বলেও জানান মার্লিন। প্রায়ই তাদের সঙ্গে দেখা সাক্ষাত হয় তাদের।