মহামারির বছরের সেরা ছবিগুলো, দেখেছেন কি
৩১ ডিসেম্বর ২০২০ ২০:১৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২০:১৮
বছরটি করোনার। মহামারি, লকডাউন, সামাজিক দুরত্ব শব্দগুলো যেমন সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তেমনি এ বছরই আশার কথাও শুনেছে মানুষ, উন্নতি হয়েছে সন্ত্রাসবাদ পরিস্থিতি, বায়ুমানসহ পৃথিবীর সামগ্রিক পরিবেশের। সুস্থ্য থাকা, পৃথিবীকে সুস্থ্য রাখা, মানুষের পাশে দাঁড়ানো, সবাই মিলে একসঙ্গে ভালো কাজ করার তাগিদ এ বছরই সবচেয়ে বেশি অনুভব করেছে মানুষ।
সময়ের সেই ঘটনাগুলোর স্বাক্ষী হয়ে রয়েছে ২০২০ সালের কিছু আলোকচিত্র। এই আলোকচিত্রগুলো মানুষের মন জয় করে হয়েছে একালের সবচাইতে জনপ্রিয়তম শব্দ ‘ভাইরাল’। আলোচিত এই বছরে যেসব ছবি গণমাধ্যম ও অনলাইনে সাড়া ফেলেছে সেগুলো নিয়েই বছরের সেরা ছবির ফিচারটি।
খ্রীস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান থ্যাংসগিভিং ডে-তে কোভিড-১৯ ইনটেনসিভ কেয়ার ইউনিটে এক রোগীকে সান্ত্বনা দিচ্ছেন চিকিৎসক জোসেফ ভরুন। ছবিটি গত ২৬ নভেম্বর হোস্টনের ইউনাইটেড মেমোরিয়াল মেডিক্যাল সেন্টার থেকে তোলা। ছবি: গেটি ইমেজেস
নিবিড় পরিচর্যার জন্য প্রস্তুত করা হচ্ছে করোনা রোগীকে। গত ৩১ মার্চ নিউ জার্সির হেলি নেম মেডিক্যাল সেন্টার থেকে তোলা ছবিটি। হাসপাতালের এক ইউনিট থেকে আরেক ইউনিটে নেওয়ার সময় যেনো করোনাভাইরাস না ছড়াতে পারে সেজন্য প্লাস্টিকের তাঁবু ব্যবহার করা হয়েছে। ছবি: টাইম
করোনাভাইরাস আক্রান্ত রোগী তার ফুসফুসের কর্মক্ষমতা বাড়ানোর জন্য বেলুন ফোলাচ্ছেন। ৩০ জুন মেক্সিকোর মেকশিফ্ট হাসপাতাল থেকে ছবিটি তোলা। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইম/ রেডক্স
করোনা সংক্রমিত একজন রোগীর মৃতদেহ। ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে মৃতদেহটিকে প্রথমে হলুদ রঙের সংক্রমক বর্জ্য প্লাস্টিক ব্যাগে মোড়ানো হয় এবং পরে প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়। রোগীর মৃতদেহ মোড়াতে দুইজন নার্সের একঘন্টা সময় লেগেছিলো। ছবি: জসোয়া ইপওয়ান্দি
গত ৩০ জুন চীনের উহান শহরে হাসপাতালের কাছে পড়ে থাকা এক বৃদ্ধের পাশে জীবানু প্রতিরোধী পোশাক পরা এক কর্মকর্তা। ছবি: এএফপি/ গেটি ইমেজেস
যুক্তরাষ্ট্রের লরি স্পেন্সার জানালার আরেকপাশে থাকা কোভিড-১৯ আক্রান্ত তার ৮১ বছর বয়সী মা জুডি শেইপের সঙ্গে ফোনে কথা বলছেন। ছবিটি ৮ মার্চ ওয়াশিংটনের কির্কল্যান্ডের লাইফ কেয়ার সেন্টার থেকে তোলা। ছবি: রয়টার্স
নিউইয়র্কে ২৪ মে তোলা হয়েছিলো এ ছবিটি। ছবিটি ব্যক্তিগত সুরক্ষায় নেওয়া পদক্ষেপের উদাহরণ। অলিভিয়া গ্যান্ট প্লাস্টিকের পর্দার আবরণে তার দাদী ম্যারি গ্রেস সিলিওকে আলিঙ্গন করছেন। ছবি: গেটি ইমেজেস
কোভিড রোগীদের জন্য নির্ধারিত মস্কোর ১৫ নম্বর হাসপাতালের একটি দৃশ্য। স্থান স্বল্পতার কারণে হাসপাতালটির ইনডোর পুলকে খাবারের জায়গা হিসেবে ব্যবহার করা হয়েছিলো। ছবি: ম্যাগনাম ফটোস
ব্রাজিলে গত ৫ মে আমাজোনাস রাজ্যের একটি হাসপাতালের কাছ থেকে ছবিটি তোলা হয়। এতে সরকারিভাবে অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়োজিত কর্মীদের করোনাক্রান্ত ৩৯ বছর বয়সী আরলেন লারানজেইরা বেজেরার মৃতদেহ ঢেকে দিতে দেখা যাচ্ছে।
বেজেরাকে করোনার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। ঘটনার ভোরে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। পরে হাসপাতাল থেকে ২০০ মিটার দূরে তার মৃতদেহ খুঁজে পান পরিবারের সদস্যরা। ছবি: এপি
যুক্তরাষ্ট্রের উইকফ হাইটস মেডিক্যাল সেন্টারের মর্গের ছবি। হাসপাতালের মর্গের কর্মী কাইলি এডওয়ার্ড একটি অস্থায়ী মর্গে হারিক্যান হাতে করে এগিয়ে যাচ্ছেন।
মহামারির খারাপ সময়ে মৃতদেহ সরাতে কাইলিকে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করতে হয়েছে এবং অন্যদের মতো তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার পরিবার তাকে এ কাজ ছেড়ে দিতে বললেও তিনি তার সেবা দিয়ে গেছেন। ছবি: টাইম
২০২০ এর সেরা ছবি করোনার আলোচিত ছবি দেখেছেন কি মহামারির বছরের সেরা ছবিগুলো সালতাতামি ২০২০