Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে মুহূর্তেই ধসে গেল বহুতল ভবন (ভিডিও)


৩১ অক্টোবর ২০২০ ১৪:১৮ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১০

এজিয়ান সাগর উপকূলে আঘাত হানা ভূমিকম্পে তুরস্কে ও গ্রিসে একাধিক বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরোপুরি বা আংশিকভাবে ভেঙে পড়েছে প্রায় ২০টি ভবন। ভূমিকম্পের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসও আঘাত হেনেছে। এ পর্যন্ত ভূমিকম্পে ২৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে তুরস্ক।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির শক্তিমত্তা ছিল রিখটার স্কেলে ৭। এ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের ইজমির রাজ্য এবং গ্রিসের ক্রিট দ্বীপের অবকাঠামো।

বিজ্ঞাপন

ভয়াবহ এ ভূমিকম্পের চিত্র উঠে এসেছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের ছবি ও ভিডিওতে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি বহুতল ভবন ধ্বসে যায়।

উল্লেখ্য, তুরস্ক অন্যতম ভূমিকম্পপ্রবণ একটি দেশ। রাজধানী ইস্তাম্বুলের দক্ষিণ-পূর্বে অবস্থিত ইজমিত শহরে ১৯৯৯ সালের আগস্টে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই সময় ১৭ হাজারেরও বেশি মানুষ মারা যায়। এছাড়া ২০১১ সালে পূর্বাঞ্চলীয় শহর ভানে প্রায় পাঁচশ মানুষ মারা যায় ভূমিকম্পের আঘাতে।

তুরস্ক ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর