তুরস্কে মুহূর্তেই ধসে গেল বহুতল ভবন (ভিডিও)
৩১ অক্টোবর ২০২০ ১৪:১৮ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১০
এজিয়ান সাগর উপকূলে আঘাত হানা ভূমিকম্পে তুরস্কে ও গ্রিসে একাধিক বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরোপুরি বা আংশিকভাবে ভেঙে পড়েছে প্রায় ২০টি ভবন। ভূমিকম্পের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসও আঘাত হেনেছে। এ পর্যন্ত ভূমিকম্পে ২৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে তুরস্ক।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির শক্তিমত্তা ছিল রিখটার স্কেলে ৭। এ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের ইজমির রাজ্য এবং গ্রিসের ক্রিট দ্বীপের অবকাঠামো।
ভয়াবহ এ ভূমিকম্পের চিত্র উঠে এসেছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের ছবি ও ভিডিওতে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি বহুতল ভবন ধ্বসে যায়।
উল্লেখ্য, তুরস্ক অন্যতম ভূমিকম্পপ্রবণ একটি দেশ। রাজধানী ইস্তাম্বুলের দক্ষিণ-পূর্বে অবস্থিত ইজমিত শহরে ১৯৯৯ সালের আগস্টে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই সময় ১৭ হাজারেরও বেশি মানুষ মারা যায়। এছাড়া ২০১১ সালে পূর্বাঞ্চলীয় শহর ভানে প্রায় পাঁচশ মানুষ মারা যায় ভূমিকম্পের আঘাতে।