Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ অক্টোবর থেকে আবার বৃষ্টি


১০ অক্টোবর ২০২০ ০৮:৪১ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১০

ঢাকা: মৌসুমী বায়ুর প্রভাবে আগামি ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১০ অক্টোবর) আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাগরে লঘুচাপের কারণে আগামি ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিন থেকে চারদিন আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে। তবে আজ ও কাল এ দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আজকের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ দুপুর ১ টা পর্যন্ত দেশের সমুদ্রবন্দর ও নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবার্তা নেই বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

গতকাল সন্ধ্যা থেকে ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনিভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

এ কারণে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া বার্তা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর