হজের অন্যরকম চিত্র [ছবি]
৩০ জুলাই ২০২০ ০০:৪৭ | আপডেট: ৩০ জুলাই ২০২০ ১০:২৭
মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবে এক ভিন্ন আঙ্গিকে শুরু হলো এবারের হজ। লাখ লাখ হাজির উপস্থিতিতে প্রতিবারের যে চেনা চিত্র এবার তা বদলে গেছে।
মাত্র ১ হাজার হাজি এবারের হজ পালন করছেন।
স্বাস্থ্য পরীক্ষার পর বুধবার (২৯ জুলাই) হাজিরা প্রথম দিনের আনুষ্ঠানিকতায় অংশ নেন।
এদিন পবিত্র কাবা শরিফ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরের মিনায় অবস্থান করেন তারা। তবে এবার মিনায় প্রতিবছরের মতো তাবুতে নয় বরং স্বাস্থ্যবিধি মেনে হোটেলে রাখা হয়েছে হাজিদের।
মক্কা থেকে গাড়িতে করে মিনায় পৌঁছানোর পর হাজিদের ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার সূর্যোদয়ের পরপরই হাজিরা মিনা থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
ছবি: আন্তর্জাতিক গণমাধ্যম থেকে সংগৃহীত