নরম রোদের শহর
২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:২০
শীত যাই যাই করেও যাচ্ছে না। এই যেমন মাঝে কিছুদিন বেশ গরম পড়ার পর আবার দুদিন ধরে ঠান্ডা। মানে শীতের কাপড় আলমারিতে তুলে রাখা আর বের করার খেলা চলছে যেন।
যেমন আজ সকালেই ধরুন না। কুয়াশা তো ছিলই, সেইসঙ্গে ছিল বেশ ঠান্ডা। মানে পথে বেরিয়ে রীতিমতো শীত লেগেছে। ঢাকার তাপমাত্রা এখন ১৮ ডিগ্রি সেলসিয়াস, তবে দুপুর নাগাদ বেড়ে যাবে। এরইমধ্যে প্রবল বিক্রমে কুয়াশা ভেদ করে নিজেকে জানান দিতে শুরু করেছে সূর্য। দুপুরে রোদ থাকবে শহরে, তবে সেটা বেশ নরম। মানে শরীর পোড়াবে না আরকি। আর সন্ধ্যার পর আবার ঠান্ডা নামবে ঝুপ করে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানালেন, গত দুইদিনের বৃষ্টির কারণেই এই ঠান্ডা। এমন আবহাওয়া কাল মানে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত থাকবে। এরপর থেকে আবার বাড়তে থাকবে তাপমাত্রা। মানে বসন্তে যেমন থাকে আর কি।
এছাড়া খুলনা ও চট্টগ্রাম বিভাগের আকাশে মেঘের ঘনঘটা থাকার কথা জানালেন এই কর্মকর্তা। তিনি জানান, এছাড়া আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না।
এখন পর্যন্ত দেশের সবচেয়ে কম তাপমাত্রা উত্তরবঙ্গের তেঁতুলিয়াতে। সেখানে ১২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, মৌসুমের যে স্বাভাবিক লঘুচাপটি রয়েছে সেটির অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। আর পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে।
এমন ঠান্ডা ঠান্ডা দিন সবার ভালো কাটুক।