কুয়াশায় ঢাকা সকাল
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৯
অফিসিয়ালি মাঘ বিদায় নিয়েছে। আমরাও বেশ ঘটা করে বরণ করে নিয়েছি ফাল্গুনকে। তবে প্রকৃতি পুরোপুরি বিদায় দেয়নি শীতকে। অন্তত সকালের আবহাওয়া দেখলে সেইটাই মনে হবে।
তার ওপর যোগ হয়েছে কুয়াশা। সকালে তো দেশের বেশিরভাগ জায়গা ঘন কুয়াশায় ঢেকে ছিল। সে রাজধানী হোক আর কক্সবাজার, কুয়াশার তেমন হেরফের হয়নি।
কুয়াশা এতোই তীব্র ছিল যে রাতে দেশের বিভিন্ন স্থানের নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখতে হয় কর্তৃপক্ষকে।
হঠাৎ করে কেন এই কুয়াশা? জানতে চাই বাংলাদেশ আবহওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল হামিদের কাছে। তিনি বলেন, এটা স্বাভাবিক, শীত শেষের দিকে ভোরে এমন কুয়াশা পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা কেটেও যায়।
সারাদেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, এভাবেই ধীরে ধীরে শীত কেটে যাবে। শেষ হবে শীতের আমেজও।
তাই আপাতত আরও কিছুদিন খুব সকালে বাড়ি থেকে বের হলে পাতলা সোয়েটার বা শাল পরে নিন। নাহলে হঠাঃ করে ঠান্ডা লেগে যেতে পারে, শরীর খারাপ করতে পারে।
বসন্ত সবার আনন্দে কাটুক।