মাঘের সকালে অস্বাস্থ্যকর বাতাস
২৩ জানুয়ারি ২০২০ ০৮:৫৮ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১১:১০
শীতের সকাল নিয়ে আমাদের আহ্লাদের শেষ নেই। আমাদের মানে এই বাংলাদেশের লোকজনের। সেই ছোটবেলা থেকে আমরা শীতের সকাল রচনা পড়ি, শীতের সকাল কেমন হওয়া উচিত বা কেমন হয় তা নিয়ে রোমাঞ্চিত হয়।
অথচ দ্যাখেন, কেমন শীতের সকাল আমরা চাইতাম, আর কেমন সকাল পেলাম!
এখন বাংলা ক্যালেন্ডারে মাঘ মাস, ইংরেজিতে জানুয়ারি। মাঘের এই সময় যেমন শীত পড়ার কথা, যেমন আবহাওয়া থাকার কথা তা কী আর আছে? এই আমরা মানুষেরাই প্রকৃতির ভারসাম্য এমনভাবে নষ্ট করেছি যে সে হারিয়েছে তার স্বভাব। এখন শীতের সকালে ঢাকার আবহাওয়ার খবর জানতে গেলে বড় করে লেখা থাকে, ‘Air quality will be very unhealthy.’
যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি সেটাই যদি ভালো না থাকে তাহলে কীভাবে ভালো করে বেঁচে থাকা যাবে?
কে জানে আমার তো মাথায় ঢোকে না। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর ২২৯। যাকে খুবই অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়েছে।
সে যাই হোক, মেঘ রোদ্দুর লিখতে বসে ঢাকার বাতাস নিয়ে মাতামাতি আর না করি। বরং জানিয়ে দিই, সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। ছিল কুয়াশা। দুপুর নাগাদ রোদ উঠবে আর বেশ গরমও লাগবে বলে জানাচ্ছে অ্যাকুওয়েদার।
অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, যশোর, সীতাকুণ্ডে এখন বেশ ঠাণ্ডা। দেশের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনার কথা কোথাও বলা হচ্ছে না। দুই এক জায়গায় আকাশে মেঘ থাকবে।
মাঘের ৯ তারিখ গোটা দিনটা সবার ভালো কাটুক, এটাই প্রত্যাশা।