৬ ফুট লম্বা চুলের নিলানশি যেন কল্পনার রাপুনজেল
২০ জানুয়ারি ২০২০ ২০:৫৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১১:২৪
গুজরাটের নিলানশি প্যাটেলকে বলা চলে জার্মান রূপকথার রাপুনজেল। ১৭ বছরের এই কিশোরীর চুলের দৈর্ঘ্য ৬ ফুট ২.৮ ইঞ্চি। বয়সভিত্তিক ক্যাটাগরিতে সবচেয়ে লম্বা চুলের খেতাব এখন তার দখলে। তাই সে জায়গা করে নিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ। খবর এনডিটিভির।
গিনেজ রেকর্ডস কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে জানায়, ভারতের নিলানশির চুলের দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে। এর আগের রেকর্ডটিও তার ছিল।
তার এই লম্বা চুলের রহস্য উন্মোচন করতে গিয়ে নিলানশির মন্তব্য, বাসায় তার মায়ের তৈরি একপ্রকার তেল সে ব্যবহার করে। সে বলে, আমি আমার চুল ভালোবাসি। কখনো কাটতে চাই না। গিনেজ বুকে নাম লেখানো আমার মায়ের স্বপ্ন ছিল।
সপ্তাহে একবার চুল ধেয়ার অভ্যাস নিলানশির। চুল শুকাতে তার আধঘণ্টা সময় লাগে। চুল বাঁধতে সময় লাগে ঘণ্টাখানেক।
সে এখন পড়ছে দ্বাদশ শ্রেণিতে। হতে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।