Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশার সকাল


১১ জানুয়ারি ২০২০ ১১:১৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৩:১২

শীতের সকাল এমনই হয়। ঠান্ডা, বাতাস আর কুয়াশায় মাখা। সেটা ভিন্ন কথা যে আমরা রাজধানীবাসী গত কয়েক বছরে এমন শীত পড়তে দেখিনি। তাই একার সবকিছুই বেশি বেশি মনে হচ্ছে আমাদের কাছে।

কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এই ঠান্ডাকে মৌসুমের স্বাভাবিক শীত বলেই মনে করছে। মানে বিশেষ কোনো কারণে যে ঠান্ডা পড়ছে তা বলা যাচ্ছে না।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমের যে স্বাভাবিক লঘুচাপ সেটিও রয়েছে বঙ্গোপসাগরে।

ফলে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে ঘন কুয়াশাও পড়তে পারে।

অ্যাকুওয়েদারের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে ঢাকা ছিল কুয়াশায় আচ্ছন্ন। তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। তবে বিকেলের পর আবার কমতে শুরু করবে। রাতে বেশ ঠান্ডা পড়বে।

ওদিকে ঢাকার বাতাস কিন্তু আগের মতোই অস্বাস্থ্যকর। মানে যে নিঃশ্বাস আমরা নিচ্ছি তা শরীরের জন্য বেশ ক্ষতিকর।

শিগগিরই দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তাই আগাম সতর্কতা নেয়া ভালো। বিশেষ করে পরিবারের শিশু ও বৃদ্ধদের দিকে বিশেষ যত্ন নিতে হবে। উষ্ণ গরম পানি দিয়ে গোসলের ব্যবস্থা করতে হবে। যদি কারও শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে নিয়মিত ওষুধ সেবন করতে হবে।

মোটকথা, স্বাভাবিক সময়ের চেয়ে এই সময়টা একটু বেশি সতর্ক থাকতে হবে, এই তো।

সবাই ভালো থাকুন।

অস্বাস্থ্যকর বাতাস কুয়াশা টপ নিউজ তাপমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর