Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ বছরের চেষ্টায় বিচি ছাড়া লিচু!


৯ জানুয়ারি ২০২০ ১০:৪৪ | আপডেট: ৯ জানুয়ারি ২০২০ ১১:৫৮

অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের এক কৃষক ১৯ বছরের চেষ্টায় বিচিহীন লিচুর উদ্ভাবন করেছেন। চীন থেকে গাছ এনে তিনি তার গবেষণা শুরু করেন। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। খবর ডেইলি মেইলের।

টিবি ডিক্সন নামের এই উদ্ভাবকের বাড়ি সারিনা বিচে। তিনি বছরের পর বছর পরিশ্রম করে লিচুর বিভিন্ন জাত উদ্ভাবন করেন। তার সর্বশেষ সফলতা বিচি ছাড়া লিচু।

তিনি জানান, তার এই লিচু খুবই সুস্বাদু। খেতে কিছুটা আনারসের মতো।

টিবি আরও বলেন , এই অর্জনের জন্য তাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। সফলতার আগ পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন। বিচি ছাড়া লিচু বাণিজ্যিকভাবে ভোক্তাদের কাছে পরিচিতি পাবে বলে আশা তার।

অস্ট্রেলিা কৃষক বিচি ছাড়া লিচু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর