জয়নুলের নামে বুধ গ্রহে ‘আবেদিন ক্রেটার’!
২৯ ডিসেম্বর ২০১৯ ২০:৩৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ২০:৪৪
প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের অপার সৃষ্টির কথা নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। দুর্ভিক্ষের ছবি এঁকে তিনি কিংবদন্তির মর্যাদা পেয়েছেন। এবছর শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল।
তবে অনেকে হয়ত জানেন না জয়নুল আবেদিনের নাম ছড়িয়ে আছে পৃথিবীর বাইরেও। এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধ গ্রহের একটি খাদের নাম রাখা হয়েছে ‘আবেদিন ক্রেটার’।
সৌরজগতের সবচেয়ে ছোট ও সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ এ অবস্থিত আবেদিন ক্রেটারের ব্যাস ১১০ কিলোমিটার। পৃথিবী থেকে প্রায় ২ শ ৯২ মিলিয়ন কিলোমিটার দূরের এই ক্রেটারটি জয়নুলের নামে রাখা হয় ২০০৯ সালে। দ্য ইন্টারন্যাশনাল অ্যস্ট্রোনমিকাল ইউনিয়ন শিল্পীকে এই বিশেষ সম্মানে সম্মানিত করে।
শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় ২৮ মে ১৯৭৬ সালে ঢাকায়।