Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল গাড়ি (ভিডিও)


২৪ নভেম্বর ২০১৯ ১৬:৩৬

হায়দ্রাবাদের গেচিবোয়ালি এলাকায় কিছুদিন আগে নির্মাণ করা হয়েছিল ফ্লাইওভারটির। সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা। লাল রঙের একটি ভক্সওয়াগন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে নিচে পড়েছে। মারা গেছেন অটোরিকশায় বসে থাকা এক নারী।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, লাল রঙের একটি গাড়ি দ্রুতগতিতে এগিয়ে ফ্লাইওভারের ব্যারিকেড ডিঙিয়ে নিচে পড়ে। এবং একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। গাছটি উপড়ে পড়ে।

গাড়িতে এয়ার ব্যাগ সক্রিয় থাকায় চালক বেঁচে গেছেন। তবে এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। মারা গেছেন মেয়েকে নিয়ে অটোরিকশায় বসে থাকা এক নারী। অনেকে দৌড়ে আহতদের রক্ষা করতে চেষ্টা করেছেন।

ফ্লাইওভারে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর অনুমতি থাকলেও, গাড়িটি চলছিল ১০৪ কিলোমিটার বেগে। গত ৪ নভেম্বর ৯৯০ মিটার দীর্ঘ ফ্লাইওভারটির উদ্বোধন করা হয়। এটি এখন তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

গাড়ি দুর্ঘটনা ফ্লাইওভার ভারত

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর