Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষার চাপ থেকে মুক্তির জন্য বিশ্ববিদ্যালয়ে ‘কবর থেরাপি’


১৫ নভেম্বর ২০১৯ ১১:৫৯

নেদারল্যান্ডসের নিজমেগনে অবস্থিত রেডবাউড বিশ্ববিদ্যালয়। এখানের শিক্ষার্থীদের সময়ের মূল্য বোঝানো এবং পরীক্ষার চাপ থেকে দূরে রাখতে বিশ্ববিদ্যালয় এক অভিনব ব্যবস্থা গ্রহণ করেছে। কবরে শুইয়ে থেরাপি দেওয়া হচ্ছে তাদের। খবর এনডিটিভির।

বিশ্ববিদ্যালয়ের দাবি, জীবনের গুরুত্ব বুঝাতে এবং সময়ের মূল্য সম্পর্কে সচেতন করতে তাদের এই ব্যবস্থা। যাতে তারা সুফল পাচ্ছেন। শিক্ষার্থীদের এই থেরাপিতে আগ্রহ এত বেশি যে এখন অনলাইনে বুকিং দিয়ে তাদের ‘কবর থেরাপি’ নিতে হচ্ছে। শিক্ষার্থীরা ৩০ মিনিট থেকে শুরু করে ৩ ঘণ্টা কবর বুক করতে পারছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত এরকম থেরাপি নেদারল্যান্ডসেই প্রথম নয়। দক্ষিণ কোরিয়ায়ও এরকম ব্যবস্থা রয়েছে। হিউভোম হিলিং সেন্টার জীবন্ত মানুষকে কবরে ঢুকিয়ে জীবনকে ভিন্নভাবে চিন্তা করতে সাহায্য করে।

‘কবর থেরাপি’ নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর