ফোনে কথা বলতে বলতে বসলেন সাপের ওপর, পরিণাম মৃত্যু
৫ নভেম্বর ২০১৯ ২১:০২
ভারতের উত্তরপ্রদেশের গোরাক্ষপুরের বাসিন্দা গীতা। থাইল্যান্ডে কর্মরত স্বামী জয় সিং যাদবের সঙ্গে ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলতে বলতেই বসলেন বিছানার চাদরে।
সেখানে যে একজোড়া সাপ সঙ্গমরত অবস্থায় আছে তা তিনি খেয়ালই করেননি। সাপদুটোর ছোবলে মারা যান গীতা। খবর এনডিটিভির।
পরিবারের স্বজনরা দ্রুত গীতাকে হাসপাতালে নিয়ে যায়। তবে ভাগ্য সহায় হলো না। চিকিৎসারত অবস্থায় গীতার মৃত্যু হয়। এরপর প্রতিবেশীরা রাগের বসে সাপদুটিকে পিটিয়ে মেরে ফেলে।
ভেটেরিনারি বিশেষজ্ঞরা জানিয়েছেন, গীতা যখন সাপের উপরে বসেন তখন সাপগুলি সঙ্গমরত অবস্থায় ছিল।