Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা জাদুঘর


১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০৫

আন্তর্জাতিক ডেস্ক

আপনার ভালোবাসা জাদুঘরে রাখতে চান? সে ব্যবস্থাও হয়ে গেছে। স্লোভাকিয়াতে তৈরি হয়েছে ভালোবাসা ব্যাংক। যেখানে আপনি যত্নকরে রেখে দিতে পারবেন আপনার ভালোবাসার বিভিন্ন নিদর্শন।

সেখানে প্রেমিকদের জন্য এক লাখের মতো ভোল্ট রয়েছে। তা ছাড়াও বিশ্বের সবচেয়ে বড় প্রেমের কবিতাটাও রাখা আছে।

প্রতিবছর ভ্যালেন্টাইন ডেতে প্রেমিক-প্রেমিকারা সেখানে হাজির হয় তাদের নিদর্শনগুলো দেখতে। কেউ বা আসে তাদের পছন্দের মানুষকে প্রেম অথবা বিয়ের প্রস্তাব দিতে।

এই ভালোবাসার জাদুঘরে প্রেমিক-প্রেমিকারা তাদের ছবি, চিঠিপত্র, প্রথম ডেটিংয়ের সময় দেখা সিনেমার টিকেটের মতো ভালোবাসার বিভিন্ন নিদর্শন চিরদিনের মতো সংরক্ষণ করতে পারে।

জাদু ঘরের একজন মুখপাত্র কাতারিনা জ্যাভোরস্কা বিবিসিকে বলেন, ‘জাদুঘরে রাখা নিদর্শনগুলো বিশেষভাবে সংরক্ষণ করা হয়, মালিকই শুধু দেখতে পারে ভিতরে কী আছ।’

এ ছাড়াও রোমিও জুলিয়েটের ওপর ভিত্তি করে ভেরোনাতেও এ ধরণের জাদুঘর প্রতিষ্ঠার তৈরির ইচ্ছা আছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর