সবজি ভেবে গরু খেল ৪ ভরি সোনা!
৩০ অক্টোবর ২০১৯ ২০:১০ | আপডেট: ৫ নভেম্বর ২০১৯ ১৩:০৬
ভারতের হরিয়ানা রাজ্যের ঘটনা এটি। বাড়ির নারীরা সবজির সঙ্গে গয়না রেখেছিলেন। যা ওজনে হবে প্রায় ৪ ভরি। সেই সোনাগুলি কি করে যেন চলে যায় আস্তাকুঁড়ে। খাবার ভেবে পালিত গরু চুপচাপ সেসব গলাধঃকরণ করে। খবর এনটিভির।
তন্ন তন্ন করে খুঁজে হারানো সোনার খোঁজ না পেয়ে পরে দেখা হয় সিসিটিভি ফুটেজ। বুঝা যায় ওসব সোনা এখন গরুর পেটে!
বাড়ির মালিক জনকরাজ জানিয়েছেন, তার স্ত্রী এবং পুত্রবধূ গয়না খুলে একটি পাত্রে রেখেছিলেন। তার ওপর তারা সবজি রাখেন। মনের ভুলে সেই সবজি ফেলে দেওয়ার সময় ঘটে এই অঘটন। পরে সিসিটিভি ফুটেছে গোটা ঘটনা ধরে পড়ে।
আপাতত, জনকরাজের কাছে দুধের চেয়ে গোরুর গোবরই বেশি মূল্যবান। কারণ সেখান থেকে পাইলেও পাইতে পারেন তিনি অমূল্য রতন। এত সোনা কি করে গরুর পেট থেকে বের করা হবে পরিবারটি এখনো সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।