Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতাসে শীতের ঘ্রাণ, আকাশে মেঘের ঘোড়া


১৮ অক্টোবর ২০১৯ ০৬:৩৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১৬:৩৫

ঢাকা: প্রকৃতির ভীষণ তাড়া! যেন সকাল সকাল অফিস পাড়ায় যাচ্ছে। বাস ধরতে হবে। এই তো বর্ষা গেল মাত্র, এরই মধ্যে শীত এসে দরজায় দাঁড়িয়ে।

বর্ষা ভালো লাগে নাকি শীত— সেই প্রশ্ন করলে দেশসুদ্ধ লোকে দু’ভাগ হয়ে যেতে পারে। ছয় ঋতুর দেশ বলে লোকে ছয় ভাগ হবে, সেই প্রত্যাশা রাখা এখন খুব কঠিন। যারা বর্ষা ভালোবাসেন তারা হয়তো এত সহজে বৃষ্টিকে বিদায় জানাতে চাইবেন না। আর শীত যাদের পছন্দের ঋতু, তাদের অপেক্ষা শেষ হতে চলেছে।

বিজ্ঞাপন

দোসরা কার্তিক, শুক্রবার (১৮ অক্টোবর) আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ মেঘলা থাকবে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। আবার বৃষ্টিও থাকবে। তবে সেটা শুধুমাত্র খুলনা বিভাগে। আবহাওয়া দফতর তাই মনে করছে। কারণ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব রয়েছে।

সেই বৃষ্টি বেড়াতে বেড়াতে উত্তরাঞ্চল পর্যন্ত আসবে কি না সেটা নিশ্চিত করে বলা মুশকিল। তবে মেঘের ঘোড়া আকাশ দাবড়াবে সর্বত্র, তাতে কোনো সন্দেহ নেই।

অনেকেই আছেন নানা ব্যস্ততায় সপ্তাহজুড়ে অবসর পাননি। তাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, শরতের কাশফুল কিন্তু এখনো আছে। শুক্রবার-শনিবার যাদের কাজে-কর্মে ছুটি, তারা ভোরে উঠে শীত শীত গন্ধ নাকে নিয়ে বেড়িয়ে পড়তে পারেন।

বাকি দিনগুলোর কোনো একটিতে যারা ছুটি পান, তাদের বেছে নিতে হবে সকালের ঘুম নয়তো ঋতু কুমারী হেমন্তের সঙ্গ। দূর্বা ঘাসের ডগায় জমে থাকা শিশিরে পা ভেজানোর এটাই মোক্ষম সময়। ফেরার পথে যদি কোনো টং ঘর খোলা পান তাহলে ধোঁয়া ওঠা গরম চা তো থাকলোই আপনার অপেক্ষায়! আর হ্যাঁ, গরম কাপড় সঙ্গে নিতে ভুলবেন না। হঠাৎ কুয়াশায় ঠান্ডা-জ্বরে পড়তে পারেন।

বিজ্ঞাপন

শুষ্ক আবহাওয়া