‘নূর’কে পেতে দুই বাঘের হিংস্র লড়াই (ভিডিও)
১৭ অক্টোবর ২০১৯ ১৭:৪৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১৭:৪৬
রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানের বাসিন্দা সিংস্খ ও রকি নামের দুই বাঘ। সম্প্রতি তাদের ‘পাশবিক ও হিংস্র’ লড়াইয়ে মেতে উঠতে দেখা গেছে আরেক বাঘিনীর জন্য। যার নাম নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে । খবর এনডিটিভির।
https://twitter.com/ParveenKaswan/status/1184435552931631104?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1184435552931631104&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fbengali%2Fon-camera-two-ranthambore-tigers-in-a-brutal-fight-over-a-tigress-video-goes-viral-2118378
স্থানীয় বন কর্মকর্তা প্রবীণ কাসওয়ান জানান, বাঘদুটি শর্মিলি নামের বাঘিনীর সন্তান। তারা সহোদর। এই দুই বাঘের লড়াইয়ের কেন্দ্রে এক বাঘিনী। তার নাম নূর।
ভিডিওতে দেখা গেছে দুই বাঘ একে অপরের ওপরে চড়াও হয়। মিনিট খানেক চলে এই যুদ্ধ। সেই বাঘিনী নূরকেও দেখা গিয়েছে একবারের জন্য। তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।
অনেকে জানতে চাইতে পারনে এই লড়াইয়ে জিতল কে?
প্রবীণ কাসওয়ান জানান, সিংস্খ নামের বাঘটিই জিতে গিয়েছে লড়াইয়ে। তবে কেউই সেভাবে আহত হয়নি।